ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছেলে জয়ের কাছে কম্পিউটার চালনা শিখছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২১:০৮, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

ছেলে জয়ের কাছে কম্পিউটার চালনা শিখছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক॥ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছেলে সজিব ওয়াজেদ জয়ের কাছেই তার কম্পিউটারের হাতেখড়ি হয়েছে। শেখার কোনও বয়েস নেই উল্লেখ করে তিনি বলেন, ছেলে দেশে এলে এখনো তার কাছে আমি কম্পিউটারের নানা বিষয় শিখি। আজ ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রাথমিক শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করতে গিয়ে দেয়া বক্তব্যে এ তথ্য জানান শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিবিসির কাছে এ বক্তব্য দেবার খবর নিশ্চিত করেন। মি. খোকন বলেন, প্রধানমন্ত্রী বলেছেন 'আমিতো ডিজিটাল ছিলাম না। ছেলের কাছেই কম্পিউটার শিখেছি। এখনো শিখছি'। 'শিশুদের কাছে অনেক ভাল শেখা যায়' বলেও মন্তব্য করেন তিনি। যখন 'ডিজিটাল বাংলাদেশ' শ্লোগানটি আমরা দিতে শুরু করি, তখন অনেকেই টিপ্পনী কেটেছে। কিন্তু ডিজিটাল বাংলাদেশ এখন অনেকটাই বাস্তব। বলেন শেখ হাসিনা। সূত্র : বিবিসি বাংলা
×