ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জিপিইএইচ ইস্পাতের রাইট আবেদন ১৭ এপ্রিল

প্রকাশিত: ২৩:১৫, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

জিপিইএইচ ইস্পাতের রাইট আবেদন ১৭ এপ্রিল

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাতের রাইট শেয়ারের আবেদন। ১২ মে পর্যন্ত রাইট শেয়ারে আবেদন করতে পারবেন বিনিয়োগকারীরা। এদিকে রাইট শেয়ারের জন্য আগামী ৮ মার্চ রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। ৮ মার্চে যেসব বিনিয়োগকারীর হাতে কোম্পানিটির শেয়ার থাকবে তারাই কেবল রাইট শেয়ারের জন্য আবেদন করতে পারবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গত ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কমিশন সভায় জিপিএইচ ইস্পাতের আবেদনের পরিপ্রেক্ষিতে (৩:২) হারে অর্থাৎ দুটি সাধারণ শেয়ারের বিপরীতে ৩টি রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দেওয়া হয়। এর ফলে কোম্পানিটি ১৮ কোটি ৭১ লাখ ১০ হাজার সাধারণ শেয়ার ইস্যু করবে। প্রতিটি শেয়ারের জন্য ৪ টাকা প্রিমিয়াম নেওয়া হবে। এ হিসাবে প্রতিটি শেয়ারের বরাদ্দ মূল্য হবে ১৪ টাকা। বরাদ্দ মূল্যে জিপিএইচ ইস্পাত পুঁজিবাজার থেকে ২৬১ কোটি ৯৫ লাখ ৪০ হাজার টাকা সংগ্রহ করবে। কোম্পানির উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে এ অর্থ ব্যয় করা হবে। ২০১২ সালে জিপিএইচ ইস্পাত পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
×