ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

গাইবান্ধায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিক্ষোভ মিছিল সমাবেশ

প্রকাশিত: ২৩:১৮, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

গাইবান্ধায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিক্ষোভ মিছিল সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥স্বৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা সরকারি কলেজ শাখার উদ্যোগে রোববার একটি বিক্ষোভ মিছিল বের করে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে কলেজের বিজ্ঞান ভবনের সামনে কলেজ শাখার সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি নিলুফার ইসয়াসমিন শিল্পী, কলেজ শাখার সাধারণ সম্পাদক মাহবুব আলম মিলন, রাহেলা সিদ্দিকা প্রমুখ। বক্তারা বলেন, ১৯৮৩ সালের ১৪ ফেব্র“য়ারী মজিদ খানের শিক্ষানীতি বাতিলের দাবিতে ছাত্র সমাজ বিক্ষোভ মিছিল বের করলে স্বৈরাচার এরশাদ শাহীর পুলিশ বাহিনী মিছিলের উপর অভিনব কায়দায় ট্রাক চালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দিপালী সাহা, কাঞ্চনকে নির্মমভাবে হত্যা করে। এই হত্যা কার্যের প্রতিবাদ হিসাবেই ১৪ ফেব্রয়ারী ঐতিহাসিক ছাত্র প্রতিরোধ দিবস হিসাবে পালিত হচ্ছে।
×