ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে লেনদেন কমেছে

প্রকাশিত: ২৩:২৩, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

পুঁজিবাজারে লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মিশ্র প্রবণতায় লেনদেন হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে উর্ধ্বমুখী ধারায়। এইদিন ডিএসইতে ৪২৭ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি টাকার। তবে দুই বাজারেই গত কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণ। বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে ৪২৭ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫০৫ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন। সেই হিসেবে শেয়ার লেনদেন কমেছে ৭৮ কোটি টাকা বা ১৫ দশমিক ৪৪ শতাংশ কম। ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির শেয়ার দর। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক দশমিক ৭৮ পয়েন্ট কমে ৪ হাজার ৫৮০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১২২ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৬০ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো - বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, ইফাদ অটোস লিমিটেড, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, খুলনা পাওয়ার কোম্পানি, আমান ফিড লিমিটেড, বিএসআরএম স্টিলস লিমিটেড এবং সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। এদিন সিএসই সার্বিক সূচক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৫৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ১৩৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।
×