ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্ব বেতার দিবস উদ্যাপন উপলক্ষ্যে ঠাকুরগঁওয়ে বর্ণাঢ্য র‌্যালি

প্রকাশিত: ২৩:৩০, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

বিশ্ব বেতার দিবস উদ্যাপন উপলক্ষ্যে ঠাকুরগঁওয়ে বর্ণাঢ্য র‌্যালি

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ “দূর্যোগকালে ও জরুরী মূহুর্তে বেতার” এ শ্লোগানকে সামনে রেখে বিশ্ব বেতার দিবস উদ্যাপন উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ে র‌্যালি ও আলোচনা সভা করেছে স্থানীয় বেতারের শিল্পী, কলাকুশলী ও কর্তৃপক্ষ। এ উপলক্ষ্যে রবিবার সকালে বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের আয়োজনে বেতারের আঞ্চলিক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয় । র‌্যালিটি বিভিন্ন সড়ক ঘুড়ে একইস্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভায় জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, বেতারের আঞ্চলিক পরিচালক মুহাম্মদ সেলিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জিতেন্দ্র নাথ রায় বক্তব্য রাখেন। তাঁরা বলেন, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার পাশাপাশি দূযোর্গপূর্ন আবহাওয়ায় সবচেয়ে বেশি ভ’মিকা পালন করে বেতার। এ থেকে তথ্যের প্রসার ঘটে। পরে সেখানে আমন্ত্রিত আদিবাসি শিল্পিরা নৃত্য পরিবেশন করে।
×