ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিগগিরই ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ সীমা সমন্বয়ের সময় বাড়বে

প্রকাশিত: ০০:১১, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

শিগগিরই ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ সীমা সমন্বয়ের সময় বাড়বে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে ব্যাংকগুলোর অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়সীমার সমন্বয়ের সময়সীমা শিগগিরই বাড়বে বলে আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাণিজ্য মন্ত্রণালয়ে রবিবার দুপুরে ‘বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নবনির্বাচিত সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে মন্ত্রী এ আশ্বাস দেন। এই সৌজন্য সাক্ষাত শেষে বিএমবিএ’র সভাপতি ও ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক সায়েদুর রহমান বলেন, ব্যাংকগুলোর অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়সীমার মেয়াদ বাড়ানোর বিষয়ে বাণিজ্যমন্ত্রী আমাদের আশ্ব্স্ত করেছেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে আলোচনাকালে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সচিব ড. এম আসলাম আলমের বরাত দিয়ে মন্ত্রী জানান, বিষয়টি নিয়ে কাজ চলছে। শিগগিরই এ সমস্যার সমাধান হবে। বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে বিএমবিএ’র মহাসচিব এমটিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, সহ-সভাপতি ফার্স্ট সিকিউরিটিজ সার্ভিসেস লিমিটেডের সিইও মোস্তফা কামাল, কোষাধ্যক্ষ লঙ্কা বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও খন্দকার কায়েস হাসান, সদস্য প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ড. মোশাররফ হোসেন এফসিএ, এএফসি ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব হোসেন মজুমদার, সিটিজেন সিকিউরিটিজ এ্যান্ড ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা তাহিদ আহমেদ চৌধুরী ও এআইবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সারোয়ার ভুঁইয়া উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানা গেছে, আগামী ২১ জুলাই ব্যাংকগুলোর শেয়ারবাজারে বিনিয়োগের অতিরিক্ত সীমা সমন্বয়ে সময় বেঁধে দেওয়া হয়েছে। বাজার সংশ্লিষ্টদের দাবি নির্ধারিত সময়ের আগেই যেন সমন্বয়ের মেয়াদ বাড়ানো হয়। অর্থাৎ চলতি অধিবেশনেই ব্যাংক কোম্পানি আইনে কিছুটা পরিবর্তন আনার দাবিও জানানো হয়।
×