ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জেলা আ’লীগের সাধারন সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করায় মামলা

প্রকাশিত: ০০:১২, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

জেলা আ’লীগের সাধারন সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করায় মামলা

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পদাক ও জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক এসএম সোলায়মান আলীর বিরুদ্ধে চোরাকারবারী, টেন্ডারবাজি, নিয়োগ বানিজ্য, অবৈধ দখলদারি, সরকারী অফিসে ও থানায় তদবির বানিজ্য এবং সরকারী গাছ লুটের অভিযোগ দিয়ে ঢাকার বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ১৫ জানুয়ারি ২০১৬ তারেিখর সংখায় সংবাদ প্রকাশিত হওয়ায় ঐ সংবাদ পত্রে এই অভিযোগগুলি মিথ্যা এবং বানোয়াট তথ্য বলে এক প্রতিবাদপত্র দিলেও না ছাপানোই বা ক্ষমা না চাওয়ায় আদালতে মামলা দায়ের করেছেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এস এম সোলায়মান আলী। জয়পুরহাটের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল বাহারের আদালতে ১৪ ফেব্রুয়ারি রবিবার মামলাটি দায়ের করা হয়। মামলায় পত্রিকার সম্পাদক নঈম নিজাম, বার্তা সম্পাদক মাশুক চৌধুরী, প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী এবং জেলা প্রতিনিধি মাজেদুর রহমান মাজেদকে আসামী করা হয়। আদালত সুত্রে জানা যায় বাদি তার মামলার আর্জিতে জানায় তিনি জয়পুরহাট জেলার একজন সমাজসেবী এবং রাজনৈতিক নেতা। তিনি জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, জেলা পরিষদের প্রশাসক, বাংলাদেশ ভারতমৈত্রী সমিতির জয়পুরহাট জেলা সভাপতি, জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি এবং স্থানীয় সম্পাহিক জয়পুরহাট খবরের সম্পাদক ও প্রকাশক। ব্যক্তিগত জীবনে তিনি ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত। বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় তার নামে এই ধরনের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশিত হওয়ায় সামাজিকভাবে তার মান ক্ষুন্ন হয়েছে। এ জন্য তিনি এক কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন। বাদির পক্ষে মামলাটি দায়ের করেন এ্যাডঃ গোলাম মোকাররম চৌধুরী।
×