ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাবিতে নেপালের ভূমিকম্পের চিত্র প্রদর্শনী শুরু

প্রকাশিত: ০০:৪৪, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

জাবিতে নেপালের ভূমিকম্পের চিত্র প্রদর্শনী শুরু

অনলাইন ডেস্ক ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে আজ থেকে ৫ দিনব্যাপী নেপালের ভূমিকম্পের চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম এ প্রদর্শনীর উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয় ২০১৫ সালে নেপালে ভয়াবহ ভূমিকম্পের ছবির বর্ণনা দেন প্রতœতত্ত্ব বিভাগের অতিথি শিক্ষক মি. স্টিফেন টি. একার্ড। প্রদর্শনীতে ছবির বিবরণ বর্ণনাকালে মি. স্টিফেন জানান, নেপাল বর্তমানে আবার ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে। ভূমিকম্প সহনশীল বাড়ি-ঘর নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। নেপালকে গড়ে তোলার ক্ষেত্রে বিশ্ব সম্প্রদায় সহযোগিতা করছে। উপাচার্য তার বক্তব্যে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি রোধে মানুষ জনের সচেতনতার ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এএ মামুন, প্রতœতত্ত্ব বিভাগের শিক্ষক অধ্যাপক ড. অসিত বরণ পাল ও জুলকারনাইন উপস্থিত ছিলেন।
×