ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছোট-বড় কোন খামারিকেই করারোপ উচিত নয় ॥ পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: ০৪:১৬, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

ছোট-বড় কোন খামারিকেই  করারোপ উচিত নয় ॥ পরিকল্পনামন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ছোট কিংবা বড় কোন খামারিকেই করের আওতায় নিয়ে আসা উচিত নয়। কেননা যিনি বড় খামারের মালিক হন, তিনি অনেক কষ্ট করে ছোট থেকে বড় হন, কর না বসিয়ে বরং তিনি যাতে আরও বড় হতে পারেন সে সুযোগ করে দিতে হবে। আবার যিনি ছোট তার ওপর করারোপ করা হলে তিনি এগুতে পারবেন না। প্রাণিসম্পদ বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়। এর মাধ্যমে দারিদ্র্য নিরসন সম্ভব হবে। পৃথিবীতে ১৪ থেকে ১৫ শতাংশ মানুষ এখনও দরিদ্র। প্রতি ৯ জনে ১ জন না খেয়ে ঘুমাতে যান। এ পরিস্থিতি উন্নয়নে প্রাণিসম্পদ খাত উন্নয়নের বিকল্প নেই। রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশে দারিদ্র্য বিমোচন ও প্রাণিসম্পদের উন্নয়ন শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বণিকবার্তা ও এসিআই লিমিটেডের যৌথ আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন, বণিকবার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ। প্যানেল আলোচক ছিলেন প্রাণিসম্পদ অধিদফতরের সাবেক মহাপরিচালক ড. কাজী আবদুস সাত্তার, বাংলাদেশ পোল্ট্রি সমন্বয় কমিটির সভাপতি মসিউর রহমান প্রমুখ।
×