ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১৮ ফেব্রুয়ারি বাংলাবান্ধা স্থলবন্দরে ইমিগ্রেশন চালু হচ্ছে

প্রকাশিত: ০৪:১৭, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

১৮ ফেব্রুয়ারি বাংলাবান্ধা স্থলবন্দরে ইমিগ্রেশন চালু হচ্ছে

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাবান্ধা স্থলবন্দরে ইমিগ্রেশন চালু হচ্ছে। আগামী ১৮ ফেব্রুয়ারি দুপুর আড়াইটায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আনুষ্ঠানিকভাবে ইমিগ্রেশন কার্যক্রমের উদ্বোধন করবেন। তবে, ভারতের পক্ষে প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন প্রতিনিধি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা। বাংলাবান্ধা-ফুলবাড়ি সীমান্ত ক্রসিং পয়েন্টে ইমিগ্রেশন চেকপোস্ট উদ্বোধনের পরই এই সীমান্ত চেকপোস্ট দিয়ে মানুষ গমনাগমন করতে পারবেন। রবিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক খানের সভাপতিত্বে বৈঠকে পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন, পুলিশ সুপার মোঃ গিয়াস উদ্দিন আহম্মদ, রংপুর বিভাগীয় কমিশনারের প্রতিনিধি ছাড়াও স্থলবন্দর ও ইমিগ্রেশন সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এদিকে, দীর্ঘদিনের প্রত্যাশিত বাংলাবান্ধা স্থলবন্দরে ইমিগ্রেশন চালুর খবরে পঞ্চগড়ে আনন্দের বন্যা বইছে।
×