ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডরিনের আইপিও আবেদনের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রকাশিত: ০৪:১৯, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

ডরিনের আইপিও আবেদনের  স্থগিতাদেশ প্রত্যাহার

অর্থনৈতিক রিপোর্টার ॥ জ্বালানি ও বিদ্যুত খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন এ্যান্ড সিস্টেমস লিমিটেডের প্রাথমিক গণ-প্রস্তাবের (আইপিও) কার্যক্রমের হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ চার সপ্তাহের জন্য প্রত্যাহার করেছেন চেম্বার জজ আদালত। রবিবার ডরিন পাওয়ারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার এ স্থগিতাদেশ দেয়া হয়। এ প্রসঙ্গে বাদী পক্ষের আইনজীবী তৌফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ডরিন পাওয়ারের আইপিও স্থগিতাদেশ ৪ সপ্তাহের জন্য প্রত্যাহার করেছেন আপীল বিভাগের চেম্বার আদালত। এ সময়ে ডোরিন পাওয়ারের আইপিও কার্যক্রমে কোন বাধা থাকবে না। তবে বিবাদীকে নিয়মিত আপীল ফাইল করতে বলা হয়েছে। তাই কোম্পানিটি এখনও পুরোপুরি দায়মুক্ত হয়নি। তিনি আরও বলেন, এ কোম্পানির আইপিও স্থগিত সম্পর্কিত শুনানি চার সপ্তাহ পর অনুষ্ঠিত হবে। আর তখন আইপিও প্রক্রিয়া বন্ধ হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন আদালত। এদিকে ডরিন পাওয়ার প্রধান অর্থ কর্মকর্তা আফরোজ আলম বলেন, ডরিন পাওয়ারের আইপিও আবেদন গ্রহণে আর কোন বাধা থাকল না। এর আগে গত মঙ্গলবার দুপুরে হাইকোর্টের এনএক্স ভবনের ১৪ নং কোর্টে আইপিও স্থগিতাদেশ নিয়ে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে এ কোম্পানির আইপিও কার্যক্রম আগামী ৬ মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট। বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী এবং মোঃ খসরুজ্জামানের বেঞ্চ এ আদেশ দেন। উল্লেখ্য, গত ৩০ নবেম্বর আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ৫৮ কোটি টাকা সংগ্রহ করার জন্যে ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ১৯ টাকা প্রিমিয়ামসহ মোট ২৯ টাকায় শেয়ার ছাড়ার অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
×