ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিগগিরই ব্যাংকের বাড়তি বিনিয়োগ সমন্বয়ের সময় বাড়বে

প্রকাশিত: ০৪:১৯, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

শিগগিরই ব্যাংকের বাড়তি বিনিয়োগ সমন্বয়ের  সময় বাড়বে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে ব্যাংকগুলোর বাড়তি বিনিয়োগ সমন্বয়ের সময়সীমা শিগগিরই বাড়বে বলে আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাণিজ্য মন্ত্রণালয়ে রবিবার দুপুরে ‘বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নবনির্বাচিত সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে মন্ত্রী এ আশ্বাস দেন। এই সৌজন্য সাক্ষাত শেষে বিএমবিএ’র সভাপতি ও ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক সায়েদুর রহমান বলেন, ব্যাংকগুলোর অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়সীমার মেয়াদ বাড়ানোর বিষয়ে বাণিজ্যমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে আলোচনাকালে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সচিব ড. এম আসলাম আলমের বরাত দিয়ে মন্ত্রী জানান, বিষয়টি নিয়ে কাজ চলছে। শিগগিরই এ সমস্যার সমাধান হবে। বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকালে বিএমবিএ’র মহাসচিব এমটিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।
×