ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আইজিসিসিতে পণ্ডিত সারথি চ্যাটার্জির উচ্চাঙ্গ সঙ্গীতসন্ধ্যা

প্রকাশিত: ০৪:২১, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

আইজিসিসিতে পণ্ডিত সারথি চ্যাটার্জির উচ্চাঙ্গ সঙ্গীতসন্ধ্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে শনিবার অনুষ্ঠিত হলো ভারতের প্রখ্যাত শিল্পী প-িত সারথি চ্যাটার্জির উচ্চাঙ্গ সঙ্গীতসন্ধ্যা। দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে শিল্পী সারথি চ্যাটার্জী বিলম্বিত খেয়াল তাল ও ঝাপতালে রাগে মধুবন্তি পরিবেশন করেন। এছাড়া তিন তাল ও এক তালে দ্রুত খেয়াল পরিবেশন করেন। এছাড়া তিনি রাগ বাসন্তি, বাসন্তি বাহার এবং বাহার পরিবেশন করেন। সব শেষে তিনি ভজন পরিবেশন করে উপস্থিত দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন। অনুষ্ঠানে শিল্পীকে বিভিন্ন বাদ্য যন্ত্রে সহযোগিতা তবলায় ভারতের পরিমল চক্রবর্তী, হারমোনিয়ামে প-িত মোহাম্মদ শাকুর, তানপুরায় আহমেদ মায়া আকতারি ও শারমিন নিগার মিঠু। প্রসঙ্গত প-িত সারথি চ্যাটার্জি ভারতের শীর্ষ পর্যায়ের হিন্দুস্থানী উচ্চাঙ্গ সঙ্গীতের শিল্পী। তিনি সাঙ্গীতিক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তার বাবা অধ্যাপক অরুণ কুমার চ্যাটার্জীর কাছে কিরানা ঘারানার সঙ্গীতে তালিম নেন। এছাড়া তিনি বেনারশ ঘারানার প-িত রঞ্জন সাজন মিশ্রর বিশেষ আশীর্বাদপুষ্ট হয়েছিলেন। তিনি মাত্র ১৭ বছর বয়সে অল ইন্ডিয়া মিউজিক কম্পিটিশনে প্রথম পুরস্কার অর্জন করেন। তিনি ভারতের বিভিন্ন নামী দামী অনুষ্ঠান ও উৎসবে পারফর্ম করে প্রশংসিত হোন। অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনের এ গ্রেডের শিল্পী সারথি ভারত সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের ‘ডিফারেন্ট স্টাইল অব ঠুমরি’ বিষয়ক জুনিয়র ফেলোশীপ পেয়েছেন। তার বেশ কয়েকটি এ্যালবাম রয়েছে।
×