ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রেম-বঞ্চিতদের বিক্ষোভ

প্রকাশিত: ০৪:২৫, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

প্রেম-বঞ্চিতদের বিক্ষোভ

রাবি সংবাদদাতা জানান, বিশ্ব ভালবাসা দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ব্যতিক্রমী বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। রবিবার সকাল ১১টায় ‘প্রেম-বঞ্চিত সংঘের’ ব্যানারে শতাধিক তরুণ-তরুণী এসব কর্মসূচীতে অংশ নেয়। টুকিটাকি চত্বর থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মিছিলে সংগঠনের সদস্যরা ‘কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না’, ‘দেহ নয় মন চাই, প্রেম করে বাঁচতে চাই’, ‘প্রেমের নামে প্রহসন, বন্ধ কর, করতে হবে’- এমন সব সেøাগানে সেøাগানে গোটা ক্যাম্পাস মাতিয়ে তোলেন। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক ও ভবন প্রদক্ষিণ শেষে পুনরায় টুকিটাকি চত্বরে এক সমাবেশে মিলিত হয়। বক্তব্য দেন, প্রেম বঞ্চিত সংঘের সংগঠক হাবিব ইসলাম, মতিউর রহমান, জীসিয়া, মাজহারুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, কিছু কিছু ছেলে-মেয়ে একসঙ্গে তিন থেকে চারটি প্রেম করছে। এ জন্য প্রেমের বাজারে তীব্র প্রেমিক-প্রেমিকা সঙ্কট দেখা দিয়েছে। আমরা প্রেম থেকে বঞ্চিত হচ্ছি। বক্তারা সংঘের পক্ষে টিএসসিসি ভবনে কক্ষ বরাদ্দ, প্রেমের নামে অশ্লীলতা বন্ধসহ ৬ দফা দাবি পেশ করেন।
×