ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কালাইয়ে বেহাল সড়ক ॥ জনদুর্ভোগ

প্রকাশিত: ০৪:৩০, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

কালাইয়ে বেহাল সড়ক ॥  জনদুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট , ১৪ ফেব্রুয়ারি ॥ কালাই উপজেলার ইমামপুর-রাধানগর হতে দেওগ্রাম পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী হওয়ায় এলাকাবাসীর দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। রাস্তাটির বিভিন্ন স্থানে খানাখন্দ থাকায় মারাত্মক দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে। রাস্তার দু’পাশে ৪টি পুকুর থাকায় বিভিন্ন অংশে ভাঙ্গন ধরেছে। ফলে যে কোন সময় রাস্তাটি পুকুর গর্ভে বিলীন হয়ে যাবে। এলাকাবাসীর অভিযোগে জানা যায়, বিকল্প কোন রাস্তা না থাকায় উপজেলার ইমামপুর-রাধানগর-দেওগ্রাম রাস্তা দিয়ে পূর্ব দুর্গাপুর, জালাইগাড়ী, ইমামপুর, রাধানগর ও ছোট এলাকার অন্তত ৫ হাজার লোক চলাচল করে। রাস্তাটির বেহাল অবস্থার কারণে কৃষি পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক। বর্ষাকালে শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী, শ্রমজীবীসহ সকল শ্রেণী পেশার মানুষের দুর্ভোগের সীমা থাকে না। রাস্তাটি দ্রুত পাকাকরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন রাস্তাটি দ্রুত পাকাকরণের পদক্ষেপ নেবেন বলে জানান।
×