ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বি’বাড়িয়ায় ডাকাত পুলিশ বন্দুকযুদ্ধ ॥ নিহত ১, ওসিসহ আহত ৫

প্রকাশিত: ০৫:৪৪, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

বি’বাড়িয়ায় ডাকাত পুলিশ বন্দুকযুদ্ধ ॥  নিহত ১, ওসিসহ  আহত ৫

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ জেলার সরাইলে রবিবার ভোরে ডাকাত-পুলিশ ‘বন্দুকযুদ্ধে’ রতন মিয়া নামে এক ডাকাত নিহত এবং থানার ওসিসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। নিহত রতন উপজেলার চু-া গ্রামের গোলাপ মিয়ার ছেলে। এ ঘটনায় উভয়পক্ষে অন্তত ৭০/৮০ রাউন্ড গুলিবিনিময় হয় বলে পুলিশ দাবি করেছে। পুলিশ জানায়, ভোর ৪টায় সরাইল-নাছিরনগর সড়কের বুড্ডা এলাকায় ১৫/২০ জনের একদল ডাকাত অবস্থান নিয়ে যানবাহনে ডাকাতির চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতদল পুলিশের ওপর হামলা চালায়। ডাকাতরা তখন ৩০/৩৫ রাউন্ড গুলি করেছে। এ সময় সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ তার বাঁ পায়ে গুলিবিদ্ধ হন। এছাড়া থানার এস আই আব্দুল আলিম, এস আই সফিকুল ইসলাম, কনস্টেবল মেহেদি হাসান ও কনস্টেবল মঞ্জুরুল ইসলাম আহত হয় । পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি পাইপগান, ৫ রাউন্ড কার্তুজ, ৪টি বল্লম ও ৩টি রামদা উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে নিহত রতন মিয়া ডাকাতি সহ ৩টি মামলার আসামি।
×