ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছবি নিয়ে শোরগোল

প্রকাশিত: ০৫:৫২, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

ছবি নিয়ে শোরগোল

পপ আর্টের অন্যতম পথিকৃত এভলিন এক্সেলের আঁকা একটি ছবিকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল শোরগোল শুরু হয়েছে। ১৯৬৪ সালে আঁকা ওই চিত্রকর্মে এক নারীকে আইসক্রিম খেতে দেখা যায়। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া মিউজিয়াম অব আর্ট কর্তৃপক্ষ গত সপ্তাহে চিত্রকর্ম থেকে একটি ছবি ফেসবুকে পোস্ট করলে তা সেন্সরে আটকা পড়ে। জাদুঘর কর্তৃপক্ষ বলছে, ‘আইসক্রিম’ শিরোনামের ছবিটি ‘অতিমাত্রায় ইঙ্গিতপূর্ণ’ মনে হওয়ায় ফেসবুক সেটি সরিয়ে ফেলার কথা জানিয়েছে। জাদুঘরের বিশ্লেষকরা ফেসবুক কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তাদের মতে, ছবিটি মোটেই ইঙ্গিতপূর্ণ বা অশ্লীল নয়; বরং এতে নারীর চপলা রূপ ফুটিয়ে তুলে নৈতিবাচক ধারণাকে চ্যালেঞ্জ করা হয়েছে। এভলিনকে ‘পপ ঘরানার প্রথম নারী চিত্রশিল্পী’ অভিহিত করে জাদুঘরের বিশ্লেষকরা এক বিবৃতিতে বলেন, ‘পপ ঘরানায় সচরাচর নারীর যে আলঙ্কারিক রূপ দেখা যায়, তা না করে নারীর আত্মবিশ্বাসকে ফুটিয়ে তোলাই যে শিল্পীর লক্ষ্য ছিল, তা ছবিতে স্পষ্ট।’ টুইটারে একজন লিখেছেন, ‘ফেসবুকের প্রতিক্রিয়া হয়েছে সেরকমই, যেমনটা এভলিন ছবিটি আঁকার সময়েই প্রত্যাশা করেছিলেন। ভাল কাজ করেছ এভলিন’ । Ñওয়েবসাইট
×