ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কোস্টগার্ডের উন্নয়নে ঘাঁটি নির্মাণসহ সরঞ্জাম ক্রয়ের প্রক্রিয়া চলছে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫৩, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

কোস্টগার্ডের উন্নয়নে ঘাঁটি নির্মাণসহ সরঞ্জাম ক্রয়ের প্রক্রিয়া চলছে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ কোস্টগার্ডের উন্নয়নে সরকারের স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রবিবার দুপুরে ২১তম কোস্টগার্ড দিবস উপলক্ষে কোস্টগার্ড সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোস্টগার্ডের আধুনিকায়ন ও উন্নয়নের জন্য একটি ঘাঁটি নির্মাণ, ৪টি অফশোর পেট্রোল ভেসেলসহ (ওপিভি) বিভিন্ন সরঞ্জাম ক্রয়ের প্রক্রিয়া চলছে। বাড়ানো হয়েছে জনবল। কোস্টগার্ড সদস্যরা নানা সীমাবদ্ধতা নিয়ে উপকূলে নিরাপত্তার কাজে নিয়োজিত থেকে উপকূলবাসীর আস্থা অর্জন করেছে। বাংলাদেশের বিশাল ভূ-ইকোনমির নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ড সদস্যরা আগামীতেও জোরালো ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে সাহসী ও ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ ৮ জনকে বাংলাদেশ কোস্টগার্ড পদক, ১০ জনকে প্রেসিডেন্ট কোস্টগার্ড পদক, ৭ জনকে বাংলাদেশ কোস্টগার্ড সেবা পদক ও ৬ জনকে প্রেসিডেন্ট সেবা পদক প্রদান করা হয়।
×