ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাকি আম্পায়ার রউফের হুঙ্কার

প্রকাশিত: ০৫:৫৭, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

পাকি আম্পায়ার রউফের হুঙ্কার

স্পোর্টস রিপোর্টার ॥ আইপিএলে ফিক্সিংয়ে জড়িয়ে পড়ার অপরাধে পাকিস্তানী আম্পায়ার আসাদ রউফকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এতে ক্ষুব্ধ রউফ উল্টো বিসিসিআই’র বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন! তিনি বলেন, ‘মুম্বাই আদালত যেখানে বলেছে আমার বিরুদ্ধে পুলিশ কোন প্রমাণ হাজির করতে পারেনি, সেখানে ভারতীয় বোর্ড কিসের ভিত্তিতে আমাকে নিষিদ্ধ করল?’ আইপিএলের দুর্নীতি তদন্তে যে কমিশন নিয়োগ দেয়া হয়েছিল, সে কমিশনের বক্তব্যও প্রত্যাখ্যান করেছেন রউফ। তার ভাষায়, ‘আমি আইপিএল শেষ করেই দেশের উদ্দেশ্যে ভারত ছেড়েছিলাম। আইপিএল শেষ না করে ভারত ত্যাগ করার যে অভিযোগ বিসিসিআই এখন করছে, তা ডাহা মিথ্যা।’ রউফ এই মুহূর্তে তার আইনজীবীসহ বিসিসিআইয়ের যে কোন তদন্তেই হাজির হওয়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন। রউফের বিরুদ্ধে ২০১৩ আইপিএলে জুয়াড়িদের সঙ্গে সম্পর্ক রেখে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। বর্তমান সভাপতি শশাঙ্ক মনোহরের নেতৃত্বে বিসিসিআইয়ের একটি কমিটি শুক্রবার দুর্নীতি ও অসদাচরণের দায়ে রউফের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেন।
×