ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এশিয়া কাপে বাংলাদেশ ॥ দলে নেই তামিম

প্রকাশিত: ০৫:৫৯, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

এশিয়া কাপে বাংলাদেশ ॥ দলে নেই তামিম

স্পোর্টস রিপোর্টার ॥ অনুর্ধ ১৯ বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন শেষ হয়েছে। সপ্তাহখানেক পরই শুরু হবে আরেকটি বড় আসর। এবার বড়দের ক্রিকেট প্রতিযোগিতা। টানা তৃতীয়বারের মতো বাংলাদেশে আয়োজিত হবে এশিয়া কাপ ক্রিকেট। আসন্ন টি২০ বিশ্বকাপের কারণে এবারের আসরটি হবে টি২০ ফরমেটে। ২৪ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। রবিবার রাতে এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের জাতীয় দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি২০ বিশ্বকাপের জন্য ঘোষিত দলটিই এ আসরে খেলবে। তবে নির্ভরযোগ্য ওপেনার তামিম ইকবাল থাকছেন না এ আসরে। সন্তান সম্ভবা স্ত্রীর জন্য তাকে বাইরে রাখা হয়েছে। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন আরেক ওপেনার ইমরুল কায়েস। এছাড়া পুরোটাই টি২০ বিশ্বকাপ স্কোয়াড। এশিয়া কাপে বাংলাদেশ জাতীয় দল ॥ মাশরাফি বিন মর্তুজা, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, সাব্বির রহমান রুম্মান, নাসির হোসেন, নুরুল হাসান সোহান, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান, আলআমিন হোসেন, তাসকিন আহমেদ ও আবু হায়দার রনি।
×