ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তুরস্ককে কুর্দি যোদ্ধাদের ওপর আক্রমণ বন্ধের তাগিদ ফ্রান্সের

প্রকাশিত: ১৯:১০, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

তুরস্ককে কুর্দি যোদ্ধাদের ওপর আক্রমণ বন্ধের তাগিদ ফ্রান্সের

অনলাইন ডেস্ক ॥ সিরিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত কুর্দি যোদ্ধাদের উপরে তুরস্ক যে হামলা করছে সেটি বন্ধ করার তাগিদ দিয়ে একটি বিবৃতি দিয়েছে ফ্রান্স। ফ্রান্স বলছে, চলমান এই হামলা হয়ত পরিস্থিতিকে আরও খারাপের দিকেই নিয়ে যাবে। কিন্তু তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতগলু বলেন, কুর্দিদের অবস্থান লক্ষ্য করে সিরিয়ার সীমান্তের ওপাড়েও হামলা চলবে। কুর্দিদের সাথে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে'র একটি যোগসূত্র রয়েছে বলে অভিযোগ তুলে গত শনিবার থেকে আবারও কুর্দিদের উপরে হামলা করছে তুরস্ক। তুরস্ক বলছে, কুর্দি গ্রুপ পিকেকে গেরিলা যোদ্ধাদের সাথে জড়িত। তুরস্ক বিশ্বাস করে যে, পিকেকে দীর্ঘ সময় ধরে তুরস্কের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছে। অন্যদিকে সিরিয়ার সীমানার মধ্যে প্রবেশ করে কুর্দি যোদ্ধাদের উপরে তুরস্কের হামলা করার ঘটনাটি সার্বভৌমত্বের লঙ্ঘন বলে মন্তব্য করেছে সিরিয়া। শুধু তাই নয় সার্বভৌমত্ব লঙ্ঘনের এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে সিরিয়া। এদিকে এই সংকট নিয়ে ইউরোপীয় ইউনিয়নের বিদেশনীতি বিষয়ক প্রধান ফেদেরিকা মোগেরিনি বলেছেন, এই সংকট শেষ করতে বিশ্ব নেতাদের এখন কিছু প্রকৃত সিদ্ধান্ত নিতে হবে। বিশ্ব নেতারা জার্মানির মিউনিখে যে বৈঠক করছে সেখানে সিরিয়া সংকট সমাধানের লক্ষ্যে অর্থপূর্ণ সিদ্ধান্ত নেয়ার বিষয়টির দিকে তাগিদ দিয়েছেন ফেদেরিকা। সূত্র: বিবিসি বাংলা
×