ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকা ডায়িংয়ের রাইট আবেদন নাকচ

প্রকাশিত: ১৯:১২, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

ঢাকা ডায়িংয়ের রাইট আবেদন নাকচ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের রাইট আবেদন বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংশ্লিষ্ট আইনের শর্ত পরিপালিত না হওয়ায় রাইট আবেদন বাতিল করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছ। গত বছরের ৮ নবেম্বর ঢাকা ডায়িংয়ের পরিচালনা পর্ষদ ১.৫:১ হারে রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুসারে, বিদ্যমান ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১.৫ রাইট শেয়ার পাওয়ার কথা বিনিয়োগকারীদের। এ হিসেবে মোট ১৩ কোটি ৭ লাখ ৩০ হাজার ১৭৯টি রাইট শেয়ার ইস্যু করার কথা। অভিহিত মূল্য ১০ টাকা দরে এই শেয়ার ইস্যু করার প্রস্তাব করে পর্ষদ। এ হিসেবে রাইট ইস্যুর মাধ্যমে ১৩০ কোটি ৭০ লাখ টাকা সংগ্রহ করতো কোম্পানিটি। অনেকদিন ধরে কোম্পানির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ডাইং সেকশনের উৎপাদন বন্ধ, শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা ঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে না। ঢাকা ডায়িংয়ের রাইট শেয়ারের জন্য ইস্যু ম্যানেজারের দায়িত্বে ছিল বিএমএসল ইনভেস্টমেন্ট লিমিটেড ও সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ঢাকা ডায়িং এর আগে ২০১৩ সালে আরেকবার রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু আইনি শর্ত পূরণ না হওয়ায় সেবারও কোম্পানিটির আবেদন প্রত্যাখ্যান করে বিএসইসি।
×