ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লিভারপুলের গোল উৎসব

প্রকাশিত: ১৯:২৪, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

লিভারপুলের গোল উৎসব

অনলাইন ডেস্ক ॥ অ্যাস্টন ভিলাকে তাদের মাঠেই ৬-০ গোলে বিধ্বস্ত করেছে লিভারপুল। গোল উৎসবের শুরুটা করেন ইংলিশ স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজ। আর স্বাগতিকদের জালে শেষ পেরেকটি ঠুকে দেন আইভরিকোস্ট ডিফেন্ডার কোলো তোরে। এ ম্যাচ দিয়েই অল রেডসদের শুরুর একাদশে ফেরেন স্টারিজ। বার্মিংহামের ভিলা পার্কে খেলা শুরুর ১৬ মিনিটের মাথায় বাঁ প্রান্ত থেকে ফিলিপ্পে কুতিনহোর দারুণ ক্রসে হেডে বল জালে জড়ান স্টারিজ। এর ৯ মিনিট পরেই ব্যবধান দ্বিগুন করেন স্টারিজের স্বদেশী মিডফিল্ডার জেমস মিলনার। দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ভিজিটররা। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে স্বাগতিকদের এক প্রকার ম্যাচ থেকে ছিটকে দেন জার্মান মিডফিল্ডার এমরি ক্যান। পাঁচ মিনিট বাদেই দলের হয়ে চতুর্থ গোলটি করেন মাত্রই বদলি হিসেবে নামা (৬২ মিনিটে) বেলজিয়ান স্ট্রাইকার ডিভোক অরিগি। যার নেপথ্য নায়ক প্রথম গোলের কারিগর ব্রাজিলিয়ান মিডফিল্ডার কুতিনহো। এখানেই শেষ নয়, দুই মিনিট না যেতেই ব্যবধানটা ৫-০ তে নিয়ে যান ডিফেন্ডার নাথানিয়েল ক্লাইনি। অল রেডসদের মুহুর্মুর্হু আক্রমণে রীতিমত কোণঠাসা হয়ে পড়ে অ্যাস্টন ভিলা। ছয় মিনিট পরেই যে স্বাগতিকদের আরেকটি গোলের লজ্জায় ডোবান কোলো তোরে। এরপর অবশ্য স্বাগতিকদের আর গোল হজম করতে হয়নি। সে যাই হোক, ম্যাচ শেষে উড়ন্ত জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়েন অরিগি-মিলনার-হেন্ডারসনরা। পয়েন্ট টেবিলে ২৬ ম্যাচ শেষে ১০ জয়, আট ড্র ও আট পরাজয়ে ৩৮ পয়েন্ট নিয়ে আট নম্বরে লিভারপুল। সমান ম্যাচে ১৬ পয়েন্টে একেবারে তলানিতে অ্যাস্টন ভিলা। আর আর্সেনালের বিপক্ষে ২-১ গোলে হারলেও শীর্ষস্থানটা এখনো লিচেস্টারের (৫৩) দখলেই।
×