ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঘরের মাঠে হারের লজ্জায় ম্যানসিটি

প্রকাশিত: ১৯:৩৬, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

ঘরের মাঠে হারের লজ্জায় ম্যানসিটি

অনলাইন ডেস্ক ॥ নিজেদের মাঠে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তিনে উঠার সুযোগটা হাতছাড়া করলো ম্যানচেস্টার সিটি। অপরদিকে, সিটিজেনদের ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানটা ঠিকই ধরে রাখল দুর্দান্ত ফর্মে থাকা টটেনহাম। এ হারের ফলে শিরোপা পুনরুদ্ধারের মিশনে আরো পিছিয়ে গেল ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা। ইতিহাদ স্টেডিয়ামে অবশ্য প্রথমার্ধ থাকে গোলশূন্য ড্র। বিরতির পর আট মিনিটের মাথায় টটেনহামকে গোল উপহার দেন রাহিম স্টার্লিং। ডি-বক্স সীমানার বাঁ প্রান্তে ডিফেন্ডার ড্যানি রসকে ট্যাকল করে বিপদ ঢেকে আনেন এ ইংলিশ উইঙ্গার। স্পট কিক থেকে ভিজিটরদের লিড এনে দেন স্টার্লিংয়ের স্বদেশী স্ট্রাইকার হ্যারি কেন। নাইজরিয়ান তরুণ স্ট্রাইকার কেলেছি ইহেনাচোর করা ৭৪ মিনিটের গোলের সুবাদেই সমতায় ফেরে স্বাগতিকরা। কিন্তু, এর ৯ মিনিট পরই সিটিজেনদের দুঃস্বপ্ন উপহার দেন ডেনিশ মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসন। যার নেপথ্য নায়ক আর্জেন্টাইন তারকা এরিক লামেলা। ম্যাচে ফিরতে মরিয়া স্বাগতিকরা কয়েকটি আক্রমণ করলেও টটেনহামের ডিফেন্স দেয়াল আর ভাঙতে পারেনি। শেষ পর্যন্ত ২-১ গোলেই ম্যাচের নিষ্পত্তি ঘটে। প্রায় ৫৫ হাজার দর্শকের সামনে মাথা নিচু করেই মাঠ ছাড়তে হয় আগুয়েরো-স্টার্লিংদের। পয়েন্ট টেবিলে ২৬ ম্যাচ শেষে ১৪ জয়, পাঁচ ড্র ও সাত পরাজয়ে ৪৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে ম্যানসিটি। সমান ম্যাচে দুইয়ে থাকা টটেনহামের সংগ্রহ ৫১। সমান পয়েন্টে তিনে আর্সেনাল ও ৫৩ পয়েন্টে যথারীতি শীর্ষেই লিচেস্টার। ম্যানসিটির নগর প্রতিদ্বন্দ্বী ম্যানইউর (৪১) অবস্থান পঞ্চম।
×