ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইসরাইলি নিরাপত্তা বাহিনীর হামলায় ৫ ফিলিস্তিনি নিহত

প্রকাশিত: ১৯:৫৭, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

ইসরাইলি নিরাপত্তা বাহিনীর হামলায় ৫ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক ॥ সরাইলি নিরাপত্তা বাহিনীর হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হওয়ার খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এর মধ্যে অন্তত তিনজন কিশোর বলে জানা গেছে। পশ্চীম তীর ও জেরুজালেমে পৃথক এ ঘটনা ঘটে। ইসরাইল কর্তৃপক্ষ জানায়, পশ্চীম জেনিনের আরাকায় ১৫ বছর বয়সী দুই কিশোর নিরাপত্তা বাহিনীর উপর হামলায় চেষ্টা করে। এ সময় তাদেরকে গুলি করা হয়। কিশোরদের একজনের হাতে অস্ত্র ছিলো বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরাইল কর্তৃপক্ষ। নিহত ওই দুই কিশোরের নাম- নিহাদ রায়েদ ওয়াকেদ ও ফুয়াদ মারওয়ান ওয়াকেদ বলে জানিয়েছে ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়। অপর এক ঘটনায় বেথলেহেমের উত্তরে মাজমুরিয়া তল্লাশি চৌকিতে ১৭ বছর বয়সী এক তরুণ পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পাল্টা গুলিতে ওই তরুণ নিহত হয়। উত্তর পূর্ব বেথলেহেমের বাসিন্দা ওই তরুণের নাম নাঈম আহম্মেদ সাফি। অন্যদিকে জেরুজালেমের পুরনো এক শহরে দুই ফিলিস্তিনকে গুলি করে হত্যা করেছে পুলিশ। এছাড়া অপর এক ঘটনায় পশ্চীম তীরের হেবরনে পুলিশকে ছুরিকাঘাতের চেষ্টায় এক তরুণীকে গুলির ঘটনা ঘটেছে। এতে ওই তরুণী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
×