ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইরান-সৌদি ভ্রমণ বিষয়ক সেবা দেবে সুইজারল্যান্ড

প্রকাশিত: ২০:০০, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

ইরান-সৌদি ভ্রমণ বিষয়ক সেবা দেবে সুইজারল্যান্ড

অনলাইন ডেস্ক ॥ সৌদি আরবের পক্ষে ইরানে কনস্যুলার অর্থাৎ ভিসা ও ভ্রমণ বিষয়ক সেবা দেবে সুইজারল্যান্ড। ম্প্রতি সৌদি এক শিয়া নেতার শিরোচ্ছেদ এবং এর প্রতিক্রিয়ায় তেহরানে সৌদি দূতাবাসে আগুন দেওয়ার জেরে দুদেশের কূটনৈতিক সম্পর্ক বর্তমানে বিচ্ছিন্ন রয়েছে। কিন্তু হজ-উমরাহ পালনে যাতে ইরানিরা আসতে পারে, সেজন্যই সৌদি আরবের পক্ষে কাজ করার সুইজারল্যান্ডের এই প্রস্তাব গ্রহণ করেছে সৌদি সরকার। সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদের আল জুবের জানান, সৌদি আরবের পক্ষে ইরানে কিছু কূটনৈতিক কাজ করতে সুইজারল্যান্ড প্রস্তাব দিয়েছে। আমরা সেই প্রস্তাব সানন্দে গ্রহণ করেছি। তবে ইরানের সঙ্গে বিরোধ মেটাতে সুইজারল্যান্ডের মধ্যস্থতা করার সম্ভাবনা নাকচ করেছে সৌদি পররাষ্ট্রমন্ত্রী। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা আইএসএনএ জানায়, সৌদি আরবে ইরানের কিছু কূটনৈতিক কর্মকাণ্ড দেখার এক প্রস্তাব সুইজারল্যান্ড তেহরানকেও দিয়েছে। অন্য দেশের হয়ে কাজের অভিজ্ঞতা সুইজারল্যান্ডের রয়েছে। তেহরানে বহুদিন ধরে যুক্তরাষ্ট্রের কোনো দুতাবাস নেই। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ হয়ে ইরানে মার্কিন নাগরিকদের কনস্যুলার সুবিধা দেয় সুইজারল্যান্ড ।
×