ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাইলটের চোখে লেজারের ঝলকানি, বিমানের জরুরি অবতরণ

প্রকাশিত: ২০:০৩, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

পাইলটের চোখে লেজারের ঝলকানি, বিমানের জরুরি অবতরণ

অনলাইন ডেস্ক ॥ লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে নিউইয়র্কগামী বিমানের কো-পাইলটের চোখে লেজার বিমের রশ্মি পড়ায় জরুরি অবতরণে বাধ্য হন পাইলট। ভার্জিন আটলান্টিকের এই বিমানে কোথা থেকে লেজার বিম এলো তা তদন্ত করে দেখা হচ্ছে। কেবল উড্ডয়নের কয়েক মিনিট পরেই হঠাৎ সহকারি পাইলটের চোখে এসে পড়ে লেজার বিমের রশ্মি। চোখে যন্ত্রণার কারণে সঙ্গে সঙ্গেই বিমানটি অবতরণ করেন পাইলট। এই ফ্লাইটের দুজন যাত্রী জানিয়েছেন বিমানটি কেবল কয়েক কিলোমিটার গিয়েছিলো। তখনই ক্যাপ্টেন ঘোষণা দিলেন বিমান ফেরত যাচ্ছে। এই ফ্লাইটে ২৫২ জনের মতো যাত্রী ছিলেন। গত বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত যুক্তরাজ্যে বিমানের উপর লেজার তাক করার চারশ’র বেশি ঘটনা ঘটেছে। লেজারের রয়েছে বহুবিধ ব্যবহার। এই আলোর রশ্মি দিয়ে ডাক্তাররা অস্ত্রোপচার করেন। এই রশ্মি দিয়ে নানা বস্তু কেটে ফেলা যায়। সেনাবাহিনী কোন টার্গেট নির্ধারণে লেজার ব্যবহার করে। আবার বিনোদনেও এর ব্যবহার রয়েছে, যেমন লেজার লাইট শো। অনেকে লেজার তাক করে মজা করলেও হঠাৎ চোখে এসে পড়লে তা যন্ত্রণার কারণ হতে পারে।
×