ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় ব্রিটিশ ব্যান্ডের চারজনই নিহত

প্রকাশিত: ২০:৪৭, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

সড়ক দুর্ঘটনায় ব্রিটিশ ব্যান্ডের চারজনই নিহত

অনলাইন ডেস্ক॥ ব্রিটেনের জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত দল ‘ভায়োলা বিচের’ চারজন সদস্যই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ‘ভায়োলা বিচের’ সদস্যদের বহনকারী গাড়িটি সুইডেনের এক মহাসড়ক সেতু থেকে ছিটকে ৮২ ফুট নিচে একটি খালের মধ্যে পড়ে। শনিবারের ওই দুর্ঘটনায় ব্যান্ড গ্রুপটির ম্যানেজারও নিহত হয়েছেন। উঠতি এই ব্যান্ড দলটিকে খুব সম্ভাবনাময় হিসাবে বিবেচনা করা হচ্ছিল। ভায়োলা বিচ একটি সঙ্গীত উৎসবে অংশ নিতে সুইডেন গিয়েছিল। গতকালই তাদের ইংল্যান্ডের গিল্ডফোর্ডে একটি অনুষ্ঠানে গান পরিবেশনের কথা ছিল। আগামী মাসে এই ব্যান্ড গ্রুপের যুক্তরাষ্ট্র সফরের কথা ছিল। ব্রিটেনে সঙ্গীত শিল্পের জগতে অন্যতম শীর্ষ সংগঠক ডেভ পিলিংগি বলেন, সাফল্যের জন্য এই ব্যান্ডের অসামান্য চেষ্টা ছিল। তারা বড় ধরণের সাফল্যের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল। বিবিসিতেও একাধিকবার গান গেয়েছে ভায়োলা বিচ। গত বছর তারা ব্রিটেনের শীর্ষ দুটি সঙ্গীত উৎসব রেডিং ফেস্টিভ্যাল এবং লিডস্‌ ফেস্টিভ্যালে গান গাওয়ার সুযোগ পায়।
×