ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

তুরস্কে যুদ্ধবিমান পাঠিয়েছে সৌদি আরব

প্রকাশিত: ২০:৫৩, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

তুরস্কে যুদ্ধবিমান পাঠিয়েছে সৌদি আরব

অনলাইন ডেস্ক ॥ আইএস দমন করতে তুরস্কের ইনকিরলিক বিমানঘাঁটিতে সৌদি আরব যুদ্ধবিমান পাঠিয়েছে। তুরস্কের কর্মকর্তাদের বরাত দিয়ে আলজাজিরার খবরে একথা জানানো হয়। তুরস্কের সংসদ সদস্য ইয়াসিন আকতার আলজাজিরাকে বলেছেন, ‘আইএসের সঙ্গে যুদ্ধ করতে তুরস্কের সঙ্গে যৌথভাবে কাজ করবে সৌদি আরবের বিমানগুলো।’ তিনি বলেন, ‘সৌদি বিমানগুলো জোটের সঙ্গে কাজ করবে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বৈধতা পাওয়ার উদ্দেশ্যে কোনো দেশের একার পক্ষে যুদ্ধ করাটা সাধারণ কোনো ঘটনা হতে পারে না।’ সাম্প্রতি সৌদি আরব আইএস দমনের লক্ষ্যে পুনরায় বিমান হামলা চালাতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাস্টন কার্টান সৌদির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এর আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলো বলেছেন, ‘সৌদি আরব তুরস্কে বিমান পাঠাতে বিমানঘাঁটি পরিদর্শন সম্পন্ন করেছে।’ চলতি মাসের শুরুর দিকে সৌদি আরবের কর্মকর্তারা বলেছিল, সৌদি তাদের সেনা বাহিনী পাঠাতে পারে আইএস বিরোধী অভিযানের জন্য। যুক্তরাষ্ট্রে জোটের নেতারা এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছিল। তবে রাশিয়া গত সাপ্তাহে হুঁশিয়ারি দিয়ে বলেছে, সেনা পাঠানোর সিদ্ধান্ত সিরিয়ার ৫ বছর যাবৎ চলমান এই যুদ্ধকে বিশ্ব যুদ্ধে পরিণত করতে পারে।
×