ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাহমুদুর রহমানের মুক্তিতে প্রধান বিচারপতির হস্তক্ষেপ চায় বিএনপি

প্রকাশিত: ২৩:০৯, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

মাহমুদুর রহমানের মুক্তিতে প্রধান বিচারপতির হস্তক্ষেপ চায় বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির জন্য প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ দাবি জানান। রিজভী বলেন, ‘মাহমুদুর রহমানের ওপর সরকারের দেওয়া মামলা-কারা নির্যাতন, নিপীড়ণ বন্ধ করে তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমরা প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করছি।’ তিনি বলেন, ‘আমরা দেখেছি আইনের পক্ষে, ন্যায়ের পক্ষে, সংবিধানের পক্ষে প্রধানবিচারপতি অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ কারণে তিনিই আমাদের ভরসাস্থল। তার কাছেই আমরা আবেদন করছি। তার হস্তক্ষেপে মাহমুদুর রহমানের মুক্তি হবে বলে আশা করছি। মাহমুদুর রহমানের ইতোমধ্যেই সাড়ে ১৪ কেজি ওজন হ্রাস হয়েছে এবং তিনি স্বাস্থ্যঝুকির মধ্যে রয়েছেন।’ তিনি বলেন, ‘আমার দেশ সম্পাদক নির্ভীক সাংবাদিক মাহমুদুর রহমান যখন ৭০টি মামলায় জামিন পেয়ে মুক্তির প্রহর গুনছিলেন তখনই সকল মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও তাকে নতুন করে আটকে রাখার জন্য সরকার একের পর এক বেড়াজাল নির্মাণ করে চলছে। এটা দিনের আলোর মতো পরিষ্কার সিএমএম সরকারের নির্দেশের অপেক্ষায় ছিলেন। অথচ আইজি সাহেব এর আগে বলেছেন, নতুন মামলা দিয়ে কাউকে শ্যোন অ্যারেস্ট করা যাবে না। এটা বিচার বিভাগে ন্যক্কারজনক অধ্যায় হিসেবে চিহিৃত হবে।’ অবিলম্বে তার সকল মামলা প্রত্যাহার করে মুক্তির দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহদফতর সম্পাদক আব্দুল লতিফ জনি প্রমুখ।
×