ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফরেনসিক রিপোর্ট না পাওয়ায় অভিজিৎ হত্যার তদন্তে ধীরগতি

প্রকাশিত: ২৩:১০, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

ফরেনসিক রিপোর্ট না পাওয়ায় অভিজিৎ হত্যার তদন্তে ধীরগতি

অনলাইন রিপোর্টার ॥ লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডে ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামত পরীক্ষা-নিরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-এফবিআই। তাই মামলার তদন্ত কাজ ধীর গতিতে এগোচ্ছে। সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। তিনি বলেন, ঘটনাস্থল থেকে পাওয়া ১১টি আলামতের ফরেনসিক রিপোর্ট হাতে না পাওয়ায় মামলার তদন্ত কাজ ধীর গতিতে চলছে। এ রিপোর্ট হাতে পেলে গ্রেফতার আসামিদের ডিএনএ প্রোফাইলের সঙ্গে মিলিয়ে দেখা হবে। ‘ফরেনসিক টেস্ট বাংলাদেশের স্বার্থে এবং এফবিআই- এর জানার স্বার্থে বিনামূল্যে এ ডিএনএ টেস্ট চলছে বলে জানান মনিরুল। এর আগে গত বছরের অমর একুশে গ্রন্থমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় খুন হন মুক্তমনা ব্লগের ব্লগার ও বিজ্ঞান লেখক অভিজিৎ রায়।
×