ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম বন্দরের সঙ্গে সাইফ পাওয়ারের চুক্তি

প্রকাশিত: ২৩:১৮, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

চট্টগ্রাম বন্দরের সঙ্গে সাইফ পাওয়ারের চুক্তি

অর্থনৈতিক রিপোর্টার ॥ ক্রেন মেরামত, সংরক্ষণ, প্রতিস্থাপনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে পুঁজিবাজারে তালিকাভুক্ত সাইফ পাওয়ারটেকের ৬ বছরের জন্য এক চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তির আওতায় সাইফ পাওয়ারটেক জেডপিএমসি ব্র্যান্ডের ৩টি আরটিজি ক্রেন রক্ষণাবেক্ষণ ও মেরামত করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। দু’পক্ষের মধ্যে সম্পাদিত এ চুক্তির মূল্য হচ্ছে ২৯ কোটি ৯৯ লাখ ৬৪ হাজার টাকা। চুক্তির ফলে মুনাফায় প্রভাব পড়বে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। তবে চুক্তির খবরে সোমবার কোম্পানির শেয়ার দরে ইতিবাচক প্রভাব পড়েনি। বরং দর কমেছে। দিনের শুরুতে কোম্পানির শেয়ার প্রতি দর ছিল ৬৭.৯০ টাকা। দিনশেষে কোম্পানির শেয়ারটির সমন্বয় দর ছিল ৬৭.২০ টাকা। ২০১৫ সালে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছিল ৩.০৭ টাকা। চলতি হিসাব বছরের প্রথম ৬ মাসে শেয়ার প্রতি আয় হয়েছে ২.১৬ টাকা। ২০১৪ সালে সাইফ পাওয়ারটেক পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
×