ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংস্কৃতিমন্ত্রীর গাড়ী বহরে হামলার মামলায় নীলফামারীতে বিএনপির ৩৫ জন আটক

প্রকাশিত: ২৩:৩৪, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

সংস্কৃতিমন্ত্রীর গাড়ী বহরে হামলার মামলায় নীলফামারীতে বিএনপির ৩৫ জন আটক

স্টাফ রির্পোটার, নীলফামারী॥ সংস্কৃতিমন্ত্রী নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুরের গাড়ীর বহরে হামলা ও ৪ আওয়ামী লীগ নেতাকর্মী ও এক পথচারী সহ ৫জন হত্যা মামলায় চার্জশীটভুক্ত পলাতক বিএনপির ৩৫ নেতাকর্মী আটক হয়েছে। আজ সোমবার দুপুরে এই পলাতক আসামীরা নীলফামারীর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোতাহারাত আখতার ভুঁইয়ার আদালতে আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করে সকলকে জেলহাজতে পাঠায়। এ সময় আদালত চত্বরে নিরাপক্তা ব্যবস্থা গ্রহন করা হয়। বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী সদর থানার ওসি শাহজাহান পাশা। আটককৃতরা সকলেই জেলা সদরের লক্ষ্মীচাপ ও টুপামারী ইউনিয়ন বিএনপির নেতাকর্মী বলে জানান সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু। মামলা সুত্র মতে ২০১৩ সালের ১৪ ডিসেম্বর নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জহাটে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলা চালায় বিএনপি ও জামায়াত শিবিরের নেতারকর্মী।
×