ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলের পাথরাইলে পূঁজা মন্ডপে আগুন

প্রকাশিত: ২৩:৪১, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

টাঙ্গাইলের পাথরাইলে পূঁজা মন্ডপে আগুন

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল॥ স্বরস্বতী পূঁজার জন্য তৈরী করা অস্থায়ী মন্ডপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইলে। জানা যায়, স্টুডেন্ট ইয়ং ক্লাব পাথরাইলের উদ্যোগে স্বরস্বতী পূঁজার আয়োজন করা হয়। শনিবারে পূঁজা শেষ হলেও ক্লাবের সদস্যরা রবিবার রাতেও বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালন করে। অনুষ্ঠান শেষে রাত আড়াইটার দিকে সবাই যার যার বাড়ি চলে যায়। সোমবার সিএনজি যোগে দু’জন পথচারী পাশ দিয়ে যাওয়ার সময় আগুন দেখতে পায়। তাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে প্রতিমার পিছনের অংশ, চেয়ার টেবিল ও কাপড়ের পর্দা পুড়ে গেছে। ক্লাবের সদস্য প্রণয় বসাক ও লিটন বসাক বলেন, এখানে সকল ধর্মের লোক খুব শান্তিপূর্ণ ভাবে বসবাস করছে। কিন্তু পরিস্থিতি অশান্ত করার জন্য কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে জানি না। আমরা দুর্বৃত্তদের শাস্তি চাই। পাথরাইল ইউনিয়ন পরিষদের চেয়াম্যান হানিফুজ্জামান লিটন বলেন, এখানে সব ধর্মের লোক মিলেমিশে বসবাস করছে। কিন্তু পরিস্থিতি ঘোলাটে করার জন্য যারা মন্ডপে আগুন দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এ বিষয়ে দেলদুয়ার থানার (ওসি তদন্ত) ওসমান গণি বলেন, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে আমরা তা তদন্তের মাধ্যমে খুঁজে বের করে আইনের আওতায় আনবো।
×