ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দাউদকান্দিতে প্রায় ১৫‘শত ফেন্সিডিলসহ যুবক আটক

প্রকাশিত: ২৩:৪৪, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

দাউদকান্দিতে প্রায় ১৫‘শত ফেন্সিডিলসহ যুবক আটক

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি ॥ দাউদকান্দিতে ১ হাজার ৪শত পিছ ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ মাদক পাচারকারী ১ যুবককে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির আমিরাবাদ থেকে আরমান হোসেন নিলয় নামে মাদক পাচারকারীকে আটক করা হয় । সে কুমিল্লা সদর দক্ষিন উপজেলার উলুর চর নোয়াবাড়ীর মৃত আব্দুল গফুরের ছেলে। দাউদকান্দি মডেল থানার এএসআই ইয়ামিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে মাদকের একটি বড় চালান ঢাকায় যাবে । তাই প্রতিদিনের মতো দুপুরে দাউদকান্দি টোল-প্লাজায় ডিউটি পালনের সময় ঢাকাগামী সাদা রংয়ের একটি প্রাইভেটকার(ঢাকা মেট্টো-খ-১২-১০৮৩) আমাদেরকে দেখে গাড়িটি ঘুড়িয়ে উল্টো কুমিল্লার দিকে চলে যাওয়ার চেষ্টা করলে এ সময় আমরা পিছু ধাওয়া করে গৌরীপুর আমিরাবাদে গিয়ে গাড়িটি আটক থানায় নিয়ে আসি। পরে গাড়ির ভিতর থেকে চারটি চটের বস্তা ও চারটি কার্টুনের ভিতর থেকে ১ হাজার ৪শত পিছ ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, আটককৃত আরমান হোসেন নিলয় গত বছর অক্টোবরে নারায়নগঞ্জের ফতুল্লায় নয়’শ ৭০ বোতল ফেন্সিডিল নিয়ে ধরা পড়েছিল। সে কুমিল্লার জাকির মেম্বার নামে এক বড় মাদক চোরাকারবারীর হয়ে কাজ করে। এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
×