ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাউফলে গোপন ভোটে প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে আ’লীগ

প্রকাশিত: ০০:০০, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

বাউফলে গোপন ভোটে প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে আ’লীগ

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ বাউফলে গোপন ভোটের মাধ্যমে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ । রবিবার গভীর রাত পর্যন্ত দলের বিশেষ বর্ধিত সভার মাধ্যমে ১১টি ইউনিয়নে এ প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয় । বাকি ৪টি ইউনিয়নের নির্বাচন স্থগিত হওয়ায় প্রার্থী তালিকা ঘোষনা করা হয়নি। প্রত্যেকটি ইউনিয়ন কমিটি এবং ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকসহ মোট ৮৩ জন করে ভোটার গোপনে তাদের ভোট প্রদান করেন। ঘোষিত প্রার্থীরা হলেন, নওমালা এ্যাডভোকেট কামাল হোসেন বিশ্বাস, সূর্যমনি আনোয়ার হোসেন বাচ্চু, কালিশুরী অধ্যক্ষ নেছার উদ্দিন জামাল, বগা আবদুল মোতালেব হাওলাদার, কালাইয়া এসএম ফয়সাল আহমেদ মনির মোল্লা, আদাবাড়িয়া আলহাজ্ব সামসুল হক ফকির, কাছিপাড়া রফিকুল ইসলাম তালুকদার, ধুলিয়া আবদুর রব, কনকদিয়া শাহিন হাওলাদার, কেশবপুরে মহিউদ্দিন লাভলু এবং চন্দ্রদ্বীপ ইউনিয়নে এনামুল হক আলকাস মোল্লা দলীয় মনোনয়ন লাভ করেছেন। উল্লেখিত ওই ১১টি ইউনিয়ন থেকে মোট ৩০ জন প্রার্থী আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে আবেদন করেন। আগামী ২২ মার্চ বাউফলে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বাউফল পৌরসভার সাথে সীমানা নিয়ে বিরোধের কারণে বাউফল সদর, মদনপুর, নাজিরপুর ও দাশপাড়া ইউনিয়নে আপাতত নির্বাচন হচ্ছেনা। সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী আফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান জানান, মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে।
×