ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রধানমন্ত্রীর স্বাক্ষরে

প্রকাশিত: ০০:০৭, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রধানমন্ত্রীর স্বাক্ষরে

স্টাফ রিপোর্টার॥ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোননীত চেয়ারম্যান প্রার্থীদের প্রত্যায়ন দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। সোমবার দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত একটি নির্বাচন কমিশনের পৌছানো হয়েছে। সেখানে প্রার্থী মনোনয়নে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম, নমুনা স্বাক্ষর ও পদবি উল্লেখ করা হয়েছে। আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজের কাছে এ সংক্রান্ত চিঠি পৌঁছে দেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেবেন দলীয় সভানেত্রী। বিষয়টি জানাতেই এই চিঠি দেয়া হয়েছে। আইন অনুযায়ী, ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে প্রার্থী মনোনয়নের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম ইসিকে জানাতে হয়। ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির প্রত্যয়নপত্র সহকারে মনোনয়নপত্র প্রার্থীকে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হয়। উল্লেখ্য ছয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ২২ মার্চ ৭৩৯ ইউনিয়নে ভোট হবে। আগে ২২ ফেব্রুয়ারির মধ্যে প্রার্থীদের দলীয় প্রত্যায়ন নিয়ে মনোনয়ন দাখিল করতে হবে।
×