ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে সীমানা বিরোধের জের ধরে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০০:১৬, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

বাঁশখালীতে সীমানা বিরোধের জের ধরে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মৌলভী পাড়া এলাকায় বাড়ীর সীমানা বিরোধকে কেন্দ্র করে সোমবার (১৫ ফেব্রুয়ারী) শামশুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। সে এলাকার মৃত শাহ আলমের পুত্র। এ ঘটনায় পুলিশ হত্যাকারী দোস্ত মোহাম্মদকে আটক করেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী রাশেদা বেগম বাদী হয়ে মামলা প্রস্তুতি নিচ্ছে। বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বাঁশখালী থানার এসআই মনিরুল ইসলাম মনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী কার্যক্রম শুরু করা হবে। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার ইয়াকুব আলীর পুত্র দোস্ত মোহাম্মদের সাথে নিহত শামশুল ইসলামের বাড়ীর সীমানা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছি। সে সকাল ১০ টার দিকে বিরোধীয় সীমানায় খুঁটি লাগানোর কাজ করছিল। তার প্রতিপক্ষ দোস্ত মোহাম্মদ অতর্কিত অবস্থায় তাকে কিল, ঘুষি ও লাঠি দ্বারা আঘাত করে। মাথায় অতিরিক্ত ঘুষি লাগায় ঘটনাস্থলেই সে প্রাণ হারায়।
×