ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্কুল ছাত্রকে এসিডে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশিত: ০১:২১, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

স্কুল ছাত্রকে এসিডে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার কেরানীগঞ্জের এক স্কুলছাত্রকে এসিডে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। এসিড দগ্ধ ছাত্রের নাম মোঃ সজীব। সে কেরানীগঞ্জ আকিব আউয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র। সোমবার সকালে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাপসাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থসঙ্কর পাল জানান, সজীবের শরীরের ৫ শতাংশ এসিডে ঝলসে গেছে। তাকে জরুরি চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে। দগ্ধ সজীবের মা মনজুরা বেগম জানিয়েছেন, কেরানীগঞ্জ মডেল থানার কলমার চরে তাদের বাড়ি। সজীবের বাবা শাহাদাৎ হোসেন আফ্রিকা প্রবাসী। রবিবার রাতে তুচ্ছ ঘটনা নিয়ে মায়ের সঙ্গে তার রাগারাগি হয়। পরে রাগ করে রাত ১২টার দিকে সজিব বাসা থেকে বের হয়ে যায়। হাঁটতে হাঁটতে সে সাভার থানাধীন কুপিসল গ্রামে যায়। রাত ২টার দিকে সেখানে অন্ধকারে ঝোপঝার থেকে কে বা কারা তাকে লক্ষ্য করে এসিড ছুঁড়ে মারে। এতে সজীবের গলা, বুক ও হাত ঝলসে যায়। পরে সোমবার সকাল ৭টার দিকে তাকে ঢামেক হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
×