ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছোটের বোনে সঙ্গে অভিমান করে বড় বোনের আত্মহত্যা

প্রকাশিত: ০২:০৯, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

ছোটের বোনে সঙ্গে অভিমান করে বড় বোনের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর রূপনগর এলাকায় ছোট বোনের সাথে অভিমান করে মরিয়ম (১৮) নামে এক গার্মেন্টস কর্মী গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে। নিহতের বাবার নাম মঞ্জু মিয়া। গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়িয়া এলাকায়। রূপনগর থানাধীন ১৫ নম্বর রোডস্থ ৫৭০ নম্বর টিনসেড বাড়িতে ভাড়া থাকতেন তারা। স্থানীয়রা জানান, কয়েকদিন আগে তার বাবা-মা গ্রামের বাড়িতে বেড়াতে যান। এরপর থেকে মরিয়ম ও তার ছোট বোন ওই বাসায় থাকত। রবিবার বিকেলে মরিয়ম মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলছিল। এ সময় তার ছোট বোন বিষয়টি তার বাবা মায়ের কাছে মোবাইল করে বলেন, মরিয়ম কারও সঙ্গে কথা বলছে। তাই তোমরা ঢাকায় চলে এসো। এরপর সোমবার সকালে তাদের বাবা মা ঢাকায় চলে আসেন। নিহতের বাবা মঞ্জু মিয়া জানান, দুপুরে তারা একত্রে সবাই দুপুরের খাবার খান। এর কিছুক্ষণ পর পাশের ঘরের আড়ার সঙ্গে মরিয়ম গলায় ফাঁস দেয়। বিষয়টি টের পেয়ে তার রুম থেকে মরিয়মকে অচেতন অবস্থায় উদ্ধার করে বিকেল ৪টার দিকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনেন তার বাবা। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রূপনগর থানার ডিউটি অফিসার সহকারী পরিদর্শক (এসআই) জহুরা খানম জানান, সন্ধ্যার দিকে ঢামেক হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরিয়মের লাশের ময়নাতদন্তের জন্য রাতে ঢামেক মর্গে পাঠানো হবে। আজ মঙ্গলবার সকালে তার লাশের ময়নাতদন্ত হবে।
×