ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুই বাংলার যাত্রাপালা ‘বীরকন্যা প্রীতিলতা’

প্রকাশিত: ০৩:৩২, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

দুই বাংলার যাত্রাপালা ‘বীরকন্যা প্রীতিলতা’

স্টাফ রিপোর্টার ॥ প্রথমবারের মত দুই বাংলার যৌথ প্রযোজনায় কলকাতায় মঞ্চস্থ হতে যাচ্ছে যাত্রাপালা ‘বীরকন্যা প্রীতিলতা’। জানা গেছে, আগামী ২১ ফেব্রুয়ারি বিকেল ৫-৩০ মিনিটে কলকাতার বাগবাজার ফণীভূষণ বিদ্যাবিনোদ যাত্রামঞ্চ পালাটি মঞ্চায়ন হবে। অখ- ভারতের প্রথম বিপ্লবী নারী প্রীতিলতাকে নিয়ে ‘বীরকন্যা প্রীতিলতা’ নামে পালাটি রচনা ও নির্দেশনায় রয়েছেন সাধন মুখার্জি। যাত্রাপালাটি যৌথভাবে প্রযোজনা করেছেন বাংলাদেশের এ্যাডভোকেট হাসান কবীর শাহীন এবং ভারতের নুপূর চ্যাটার্জি। যাত্রাপালাটির প্রথম মঞ্চায়ন কলকাতায় হবে। তবে এর আগে বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য দেশের শিল্পীদের অভিনয়ে ইতোমধ্যে পালাটির রেকর্ড হয়েছে। পালাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন সুমিত্রা মন্ডল। বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের তরুণ অভিনেতা ও নির্দেশক রাজীব রেজা। এতে আরও অভিনয় করবেন মোর্শেদ ফারুখ, গৌতম হাজরা, আব্দুল হান্নান, শিউলী জামান, বাপ্পা দে, কেয়া, দাদু সিরাজ, অলি উল্লাহ অলি, বাপ্পি সাহা, শিমুল সরকার, আব্দুর রাজ্জাক, অসীম সেন ও রণজিত দাস। এছাড়া বাংলাদেশের শিল্পীদের সঙ্গে কলকাতার শিল্পীরা কাজ করবেন। রাজীব রেজা একজন সম্ভাবনাময় প্রতিভাবান শিল্পী, যিনি এক এক করে ঘুরে বেড়াচ্ছেন সংস্কৃতি অঙ্গনের প্রায় প্রতিটি শাখায়। এবার তার অভিজ্ঞতার ঝুলিতে যুক্ত হলো যাত্রাভিনয়। কলকাতার বাগবাজারের যাত্রামঞ্চ ফণীভূষণ বিদ্যাবিনোদ যাত্রামঞ্চে প্রথম অভিনয় প্রসঙ্গে অভিনেতা নির্দেশক রাজীব রেজা বলেন, আমার পরম সৌভাগ্য যে এই অঙ্গনে প্রথম পদার্পণে এমন কিছু মানুষের সহযোগিতা পেয়েছি যাদের মধ্যে প্রথমেই স্মরণ করছি বাংলাদেশের যাত্রার পুরোধা ব্যক্তিত্ব বলিষ্ঠ অভিনেতা ভিক্টর দানিয়েলের সহশিল্পী হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি। কলকাতায় যাত্রা প্রদর্শনী প্রসঙ্গে রাজীব রেজা বলেন, এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছি, সেখানে দেশকে রিপ্রেজেন্ট করব, একটুতো টেনশন কাজ করছেই। তারপরও চেষ্টা করব আমার সর্বোচ্চ কাজটুকু দেয়ার। তিনি জানান, যাত্রাপালাটির এখন পুরোদমে মহড়া চলছে। নিয়মিত মহড়ায় অংশ নিতে রাজীব রেজা অন্য শিল্পীদের সঙ্গে কলকাতায় অবস্থান করছেন। যাত্রাপালাটি নিয়ে ইতোমধ্যে দুই বাংলায় আলোচনা হচ্ছে। মঞ্চায়নের তিনদিন আগ থেকে হলকাউন্টারে যাত্রাপালার টিকেট পাওয়া যাবে বলে জানা গেছে।
×