ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বগুড়ায় আন্তঃস্কুল নাট্যোৎসব সমাপ্ত

প্রকাশিত: ০৩:৩৩, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

বগুড়ায় আন্তঃস্কুল নাট্যোৎসব সমাপ্ত

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশ গ্রাম থিয়েটারের শিশু সংগঠন ভোর হলো ও লিটল থিয়েটারের উদ্যোগে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে ৪ দিনব্যাপী আন্তঃস্কুল নাট্য উৎসব সোমবার শেষ হয়েছে। এর মাধ্যমে শিশু-কিশোর, অভিভাবক ও নাট্য দর্শনার্থীদের চার দিনের মিলনমেলা ভাঙলো। এবার উৎসবে বগুড়ার বিভিন্ন স্কুলের মোট ২২টি দল অংশ নেয়। প্রতিদিন বিকাল ৪টায় অনুষ্ঠান শুরু হয়। প্রতিদিন নাটক মঞ্চায়নের পর আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী দলকে ক্রেস্ট এবং প্রত্যেক অভিনেতা অভিনেত্রীকে সার্টিফিকেট প্রদান করা হয়। উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির ভিসি অধ্যাপক আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন টিএমএসএসএর নির্বাহী পরিচালক ড. হোসেনে আরা বেগম, টিএমএসএসএর প্রবীণ প্রধান শিক্ষা পরামর্শক নাজমুল হক, বৃহত্তর বগুড়া সমিতি ঢাকার সভাপতি মাসুদুর রহমান রন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার ভোর হলো সংগঠনের পরিচালক তাছলিমা বেগম। শুভেচ্ছা বক্তব্য রাখেন লিটল থিয়েটারের সভাপতি তৌফিক হাসান ময়না। উৎসবের শেষ দিনে ৬টি নাটক মঞ্চায়ন হয়। এর মধ্যে বগুড়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের (প্রভাতি) শাখার নাটক ‘হবু গবুর পালা, নুনগোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ‘আমরা সবাই রাজা, টিএমএসএস পাবলিক স্কুল ও কলেজ ‘ইচ্ছে’, বগুড়া জিলা স্কুল ‘অবাক জলপান’, উচ্চারণ একাডেমি ‘খুকী ও কাঠবিড়ালি’ এবং তাপসি রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় মঞ্চস্থ করে নাটক ‘কল্প লোকের গল্প’। এর আগে উৎসবের তৃতীয় দিনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভোর হলো বগুড়ার সমন্বয়ক তাছলিমা বেগম। প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সহ-সভাপতি আতিকুর রহমান মিঠু। শুভেচ্ছা বক্তব্য রাখেন লিটল থিয়েটারের পরিচালক তৌফিক হাসান ময়না। বিয়াম মডেল স্কুল ও কলেজ মঞ্চস্থ করে নাটক ‘রাজা ও রাজদ্রোহী’, সাইনিং স্টার মডেল স্কুল ‘পুতুলের বিয়ে’, ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ‘একদিনের রাজা’, করতোয়া মাল্টিমিডিয়া স্কুল ও কলেজ ‘জাদুর তুলি’, সরকারী টাউন প্রাথমিক স্কুল ‘সত্যের ইচ্ছে’ এবং আয়োজক লিটল থিয়েটার ‘ধভিযান’ নাটকের মঞ্চায়ন করে।
×