ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হীরার আত্মজীবনী ‘কিপিং গ্লাভস’-এর মোড়ক উন্মোচন

প্রকাশিত: ০৪:৩৭, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

হীরার আত্মজীবনী ‘কিপিং গ্লাভস’-এর মোড়ক উন্মোচন

স্পোর্টস রিপোর্টার ॥ নিজের ৭০তম জন্মদিবসে আত্মজীবনীমূলক বই ‘কিপিং গ্লাভস’ এর মোড়ক উন্মোচন করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং টিম ম্যানেজার শফিকুল হক হীরা। সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে বইটির মোড়ক উন্মোচন করেন বিসিবির সাবেক সাধারণ সম্পাদক ও সহসভাপতি রাইসউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান রাশেদ চৌধুরী, বিসিবির সাবেক কার্যনির্বাহী সদস্য ও কার্যনির্বাহী পরিষদের সদস্য শাকিল কাশেম, বিসিবির সাবেক সহসভাপতি ও বর্তমানের পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, খালেদ মাসুদ পাইলট ও প্রবীন ক্রীড়া সাংবাদিক মুহাম্মদ কামরুজ্জামান। বইটি গ্রন্থনা এবং সম্পাদনা করেছেন ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী। হীরার শৈশব থেকে শুরু করে ক্রিকেটার হিসেবে বেড়ে ওঠা, তদানীন্তন পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট ক্যারিয়ার, পরবর্তীতে স্বাধীনতা উত্তর বাংলাদেশের প্রথম জাতীয় দলে প্রতিনিধিত্ব, আইসিসি ট্রফির অভিষেক আসরে বাংলাদেশ জাতীয় দলে অধিনায়কত্ব, ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ার এবং বেশ কয়েক দফায় জাতীয় ক্রিকেট দলের ম্যানেজারের দায়িত্ব পালনে প্রিয়, অপ্রিয় এবং অজনা সব তথ্যসহ নানা ঘটনা উঠে এসেছে এই আত্মজীবনীমূলক গ্রন্থে। বইটি প্রকাশে আর্থিক সহযোগিতা করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। কিপিং গ্লাভসের প্রকাশক বিশ্ব সাহিত্য ভবন। ১৩৬ পৃষ্ঠার এ বইটির মূল্য ৬০০ টাকা। একুশে বই মেলায় বিশ্ব সাহিত্য ভবনের স্টলে পাওয়া যাবে বইটি।
×