ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্লাড ক্যান্সারে আক্রান্ত সাখাওয়াতের চিকিৎসায় সাহায্যের হাত বাড়ান

প্রকাশিত: ০৫:৪৩, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

ব্লাড ক্যান্সারে আক্রান্ত সাখাওয়াতের চিকিৎসায় সাহায্যের হাত বাড়ান

স্টাফ রিপোর্টার ॥ সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্র সাখাওয়াত হোসেন হৃদয়ের চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিন। সে দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত। নোয়াখালীর সেনবাগ উপজেলার টেংকু আবদুর রহমান মেমোরিয়াল একাডেমির ছাত্র ও কাদরা ইউনিয়নের নজরপুর গ্রামের মোহাম্মদ হানিফের ছেলে। বর্তমানে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ দ্যিালয়ের ডি ব্লকের ৩০৭ নম্বর কক্ষের ১৫ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছে। ডাক্তার জানিয়েছে, সাখাওয়াত হোসেনের জরুরীভিত্তিতে উন্নত চিকিৎসা দিতে হবে। এ জন্য প্রয়োজন বিপুল অর্থের। যা তার অসহায় পিতা মোহাম্মদ হারুনের পক্ষে যোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে। তাই তিনি সন্তানের সুচিকিৎসায় সমাজের দানশীল ও বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছেন। কোন সহৃদয় ব্যক্তি সাখাওয়াতের চিকিৎসায় সাহায্য দিতে চাইলে যোগাযোগ করুন মোহাম্মদ হারুন, হিসাব নম্বর ২১০২২৮১৪৩৫০০১, সিটি ব্যাংক, কদমতলী শাখা, চট্টগ্রাম। অথবা, প্রধান শিক্ষক টেংকু আবদুর রহমান মেমোরিয়াল একাডেমি। ডাকঘর ও উপজেলা- সেনবাগ, নোয়াখালী। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×