ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিন্ধুঘোটকের সেলফি দক্ষতা!

প্রকাশিত: ০৫:৫১, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

সিন্ধুঘোটকের সেলফি দক্ষতা!

সিন্ধুঘোটক সেলফি তুলতে পারে। এ কথা বললে যে কেউ এটিকে আজগুবি খবর বলে উড়িয়ে দেবে। তবে এটি কোন উড়ো খবর নয়। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার প্যাসিফিক এ্যাকুরিয়ামে এমনই এক ঘটনা ঘটেছে। সরাসরি সেলফি স্টিক মুখে ধরে সেলফি তুলেছে একটি সিন্ধুঘোটক। পাশে থাকা এক পর্যটক এই বিরল দৃশ্যের ভিডিও ধারণ করে ইউটিউবে শেয়ার করতেই লাফিয়ে লাফিয়ে ভিওয়ারের সংখ্যা বাড়তে থাকে। অল্প সময়ের মধ্যেই কয়েক লাখ লোক এটি দেখে এবং লাইক দেয়। হগ নামে প্যাসিফিক একুরিয়ামের এক স্বেচ্ছাসেবক বলেন, আমি শখে ছবি তুলছিলাম। আর পাশ দিয়েই সিন্ধুঘোটকটি সাঁতার কেটে দর্শকদের খেলা দেখাচ্ছিল। ঠিক তখনই আমার মাথায় বুদ্ধি আসে। আমি সেলফি স্টিকটি সিন্ধুঘোটকের সামনে ধরতেই এটি মুখ দিয়ে ধরে ফেলে। তবে ঠিক কীভাবে বাটনে চাপ লেগে ছবি ওঠা শুরু হলো তা বুঝতে পারিনি। হগ তার নিজস্ব ব্লগে লিখেছেন, একুরিয়ামের অপর কোন কর্মী গোপনে এই সিন্ধুঘোটকে সেলফি স্টিক ধরার কৌশল রপ্ত করিয়েছে কি না তা আমার জানা নেই। তবে এটির উপস্থিত বুদ্ধিমত্তায় আমি বিস্মিত। -ইউপিআই অবলম্বনে
×