ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হিসাব বিজ্ঞান ১ম পত্র

প্রকাশিত: ০৬:৪৪, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

হিসাব বিজ্ঞান ১ম পত্র

১. কোন সম্পত্তির ক্ষেত্রে ভগ্নাবশেষ মূল্য নির্ধারণ করা হয় না? ক) আসবাবপত্র খ) ইজারা গ) কলকব্জা ঘ) হাতে নগদ ২. কোনটি স্থায়ী সম্পদ ক্রয়ের সঙ্গে সম্পর্কিত হলেও মূলধনায়ন করা অযৌক্তিক? ক) মেশিনারির ক্রয়মূল্য খ) মেশিনারি আনয়নে ভাড়া ও বীমা খরচ গ) মেশিনারির মূলধনের ওপর প্রদত্ত ১০% হারে ভ্যাট ঘ) মেশিনারির নিঃশেষ মূল্য ৩. প্রতিমাসের মাঝামাঝি ১,০০০ টাকা করে সারা বছর উত্তোলন করা হােল এবং উত্তোলনের ওপর ১০% সুদ ধার্য করতে হবে। উত্তোলনের সুদের পরিমাণ কত? ক) ৬৫০ টাকা খ) ৫৫০ টাকা গ) ৬০০ টাকা ঘ) ৫০০ টাকা ৪. ক্রেডিট জের নিয়ে ব্যাংক সমন্বয় বিবরণী করলে যোগ হবে- র. নগদান বইয়ের ডেবিট অমিল রর. পাস বইয়ের ডেবিট অমিল ররর. নগদান বই ও পাস বইয়ের ক্রেডিট অমিল নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৫. অনাদায়ী পাওনা রেওয়ামিলের কোন পার্শ্বে বসে? ক) ডেবিট খ) ক্রেডিট গ) উভয় পাশে ঘ) বসবে না ৬. মূলধন বৃদ্ধি পেলে ---, হ্রাস পেলে --- হয়। ক) ক্রেডিট, ক্রেডিট খ) ডেবিট, ক্রেডিট গ) ডেবিট, ডেবিট ঘ) ক্রেডিট, ডেবিট ৭. ‘মোট ডেবিট সর্বদাই মোট ক্রেডিটের সমান’ - এটা দু’তরফা দাখিলা পদ্ধতির কী? ক) ভিত্তি খ) সুবিধা গ) বৈশিষ্ট্য ঘ) অনুমিত শর্ত ৮. মি. রফিক পূর্বে গৃহীত ৪০,০০০ টাকার ঋণ পরিশোধ করিল। নিচের কোনটি সঠিক? ক) মূলধন জাতীয় পরিশোধ ৪০,০০০ টাকা খ) মূলধন জাতীয় ব্যয় ৪০,০০০ টাকা গ) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় ৪০,০০০ টাকা ঘ) মুনাফা জাতীয় ব্যয় ৪০,০০০ টাকা ৯. আমানতকারী ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংক উত্তোলন করলে ব্যাংক আমানতকারীর হিসাব কী করে? ক) ডেবিট খ) ক্রেডিট গ) ডেবিট অথবা ক্রেডিট ঘ) ডেবিট ও ক্রেডিট ১০. সাধারণত কত দিনের মধ্যে প্রাপ্য হিসাবের টাকা আদায় করা হয়? ক) ১০-৩০ দিন খ) ১৫-৪৫ দিন গ) ৩০-৪০ দিন ঘ) ৩০-৬০ দিন ১১. জাবেদাকে বলা হয় - ক) হিসাবের পাকা বই খ) হিসাবের প্রাথমিক বই গ) হিসাবের চূড়ান্ত বই ঘ) লেনদেনের সপক্ষে দলিল ১২. বছর শেষে বন্ধ করে দিতে হয় অস্থায়ী হিসাবসমূহকে কোনটি অনুযায়ী? ক) মিলকরণ নীতি খ) আয় স্বীকৃতি নীতি গ) কালীন অনুমান ঘ) পূর্ণপ্রকাশ নীতি ১৩. রেওয়ামিলে অগ্রিম প্রদত্ত খরচ থাকলে কার্যপত্রে তা কীভাবে হিসাবভুক্ত হবে? ক) সমন্বয় কলামের ক্রেডিট পার্শ্বে খ) বিশদ আয় বিবরণীতে ডেবিট পার্শ্বে গ) আর্থিক অবস্থার বিবরণীতে ডেবিট পার্শ্বে ঘ) বিশদ আয় বিবরণীর ক্রেডিট পার্শ্বে ১৪. ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না কোন পদ্ধতিতে? ক) সরল রৈখিক খ) ক্রমহ্রাসমান গ) উৎপাদন একক ঘ) বার্ষিক বৃত্তি ১৫. মি. ফারুকের রেওয়ামিলে শিক্ষানবিস সেলামি আছে ৪,০০০ টাকা যা ৫ বছরের জন্য পাওয়া গেছে। এটি সমন্বয়ের ফলে- র. মি. ফারুকের আয় হ্রাস পাবে ৩,২০০ টাকা রর. আয় হ্রাস পাবে ৮,২০০ টাকা ররর. হিসাব সমীকরণের গুণগত পরিবর্তন হবে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৬. নিম্নের কোনটি ছাড়া সবগুলোর জন্যই আমানতকারী কর্তৃক দাখিলা দেয়া আবশ্যক? ক) ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় খ) ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ গ) অপর্যাপ্ত তহবিল চেক (ঘঝঋ) ঘ) ব্যাংকের ভুলসমূহ ১৭. ব্যবসায়ের নিট আয় বা লাভ জানা যায় কোন বিবরণী প্রস্তুতের মাধ্যমে? ক) খতিয়ান হিসাব খ) রেওয়ামিল গ) বিশদ আয় বিবরণী ঘ) আর্থিক অবস্থার বিবরণী ১৮. দেনাদারের ওপর বাট্টা সঞ্চিতি রেওয়ামিলে- ক) ক্রেডিট কলামে বসে খ) ডেবিট কলামে বসে গ) উভয় কলামে বসে ঘ) কোন কলামেই বসে না সঠিক উত্তর: ১. (ঘ) ২. (ঘ) ৩. (গ) ৪. (ক) ৫. (ক) ৬. (ঘ) ৭. (গ) ৮. (ক) ৯. (ক) ১০. (ঘ) ১১. (খ) ১২. (গ) ১৩. (গ) ১৪. (খ) ১৫. (খ) ১৬. (ঘ) ১৭. (গ) ১৮. (ক)
×