ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্যবসায় উদ্যোগ

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৪৬, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

দশম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ১৭. মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠন কত প্রকার? ক) ২ প্রকার খ) ৩ প্রকার গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার ১৮. আত্মকর্মসংস্থান হচ্ছে মজুরি/বেতনভিত্তিক চাকরির- ক) অনুরূপ পেশা খ) বিকল্প পেশা গ) অনুরূপ পেশা নয় ঘ) সাধারণ পেশা ১৯. নিবন্ধিত অংশীদারি ব্যবসায়ের সুবিধা কোনটি? ক) চুক্তিজনিত অধিকার আদায়ে মামলা দায়ের খ) সম্পত্তি পুনরুদ্ধার গ) ব্যবসায়ের বিলোপসাধন ঘ) বিশ্বাস ভঙ্গের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ ২০. প্রত্যেক দেশেই বিমার কদর বেড়ে চলেছে।কারণ- র. দেশের অর্থনৈতিক নিরাপত্তার জন্যে রর. অর্থনৈতিক উন্নয়নের জন্যে ররর. শিল্প বাণিজ্যের উন্নয়নের জন্যে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২১. আধুনিককালে ব্যবসায় টু ব্যবসায় বলে অভিহিত করা কোনটিকে? ক) বাণিজ্যকে খ) ব্যাংককে গ) বিমাকে ঘ) বিজ্ঞাপনকে ২২. বিজ্ঞাপনের মাধ্যম কোনটি? ক) কম্পিউটার খ) ফটোস্ট্যাট গ) ইন্টারনেট ঘ) টেলিফোন ২৩. আত্মকর্মসংস্থানের ক্ষেত্র- র. ওয়েল্ডিং রর. ব্লক ও বাটিক ররর. গ্রামীণ ফোন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৪. অগ্নি বিমা করা হয়- র. পণ্যের জন্যে রর. কারখানার জন্যে ররর. ঘরবাড়ির জন্যে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৫. একমালিকানা ব্যবসায়ে মালিকের দায়দায়িত্ব- র. সসীম রর. সীমাবদ্ধ ররর. সীমাহীন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) ররর ঘ) র, রর ও ররর ২৬. জনগণের সঞ্চয় ও বিনিয়োগ মানসিকতা ও সরকারের পৃষ্ঠপোষকতা কোন ব্যবসায় পরিবেশের উপাদান? ক) প্রাকৃতিক খ) অর্থনৈতিক গ) সামাজিক ঘ) রাজনৈতিক ২৭. বিজ্ঞাপনের মাধ্যম কোনটি? র. লিফলেট রর. ম্যাগাজিন ররর. বিলবোর্ড নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৮. যেকোন দেশের উন্নয়নে কোন খাত মুখ্য ভূমিকা পালন করে? ক) কৃষি খ) অর্থনৈতিক গ) শিল্প ঘ) প্রাকৃতিক ২৯. পৃথিবীর সকল দেশেই কোন ধরনের ব্যবসায় সংগঠনের সংখ্যা সর্বাধিক? ক) কোম্পানি খ) এক মালিকানা গ) অংশীদারি ঘ) রাষ্ট্রীয় ৩০. সর্বনিম্ন ৭ জন এবং সর্বোচ্চ শেয়ার সং খ্যা দ্বারা সীমাবদ্ধ কোম্পানিকে কী বলা হয়? ক) প্রাইভেট লিমিটেড কোম্পানি খ) পাবলিক লিমিটেড কোম্পানি গ) অসীম দায় সম্পন্ন কোম্পানি ঘ) সাধারণ পরিমিত যৌথ মূলধনী কোম্পানি ৩১. ব্যক্তির জীব বা সম্পত্তি বিনাসের ঝুঁকি কোন ধরণের বিমার আওতাভুক্ত? ক) জীবন বিমা খ) দূর্ঘটনা বিমা গ) দাঙ্গা বিমা ঘ) বিশ্বস্ততা বিমা ৩২. বিশ্বের প্রথম অংশীদারি আইন কোনটি? ক) ব্রিটিশ অংশীদারি আইন ১৮৩০ খ) ব্রিটিশ চুক্তি আইন ১৯৭২ গ) অংশীদারি আইন ১৯৩২ ঘ) অংশীদারি আইন ১৯৯৪ সঠিক উত্তর: ১৭. (ঘ) ১৮. (খ) ১৯. (ক) ২০. (গ) ২১. (ক) ২২. (গ) ২৩. (ক) ২৪. (ঘ) ২৫. (গ) ২৬. (খ) ২৭. (ঘ) ২৮. (গ) ২৯. (খ) ৩০. (খ) ৩১. (খ) ৩২. (গ)
×