ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খন্দকার জিয়া হাসান

ল্যাঙ্গুয়েজ কর্নার

প্রকাশিত: ০৬:৫৫, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

ল্যাঙ্গুয়েজ কর্নার

একটি দূতাবাসের ইংরেজি শিক্ষক TESL Certified English Trainer (UK) www.ziahasan.com পর্ব: ১৬১ Sports idioms কিছু বহুল ব্যাবহৃত Sports idioms নিয়েই আজকের আলোচনা। যদিও idioms গুলো বিভিন্ন খেলা থেকে নেয়া হয়েছে এগুলো আমাদের দৈনন্দিন জীবনের কথপোকথনে প্রায়ই ব্যাবহৃত হয়। চলুন, জেনে নেয়া যাক এদের অর্থ ও ব্যাবহার। 1. Race against time (কিছু করার জন্য পর্যাপ্ত সময় না থাকা)- It's a race against time to find a kidney donor for my cousin. 2.Start the ball rolling (কিছু শুরু করা)- Please can everyone be seated so we can start the ball rolling. 3.Across the board (সকলের জন্য সমান) - Ten percent raises were given across the board. 4.The ball is in your court (সিদ্ধান্ত আপনার হাতে) - "Do you think I should accept the job offer?" "Don't ask me. The ball is in your court now". 5. Give it your best shot (সর্বোচ্চ চেষ্টা করা) - এরাব Give it your best shot and you may just make it to the finals. 6. Have the upper hand (সফল হবার বা জিতে যাবার সম্ভাবনা বেশি থাকা) - The Blues have the upper hand in the tournament, because none of their players is injured. 7. Keep one's head above water (কাজে পিছিয়ে না পরার জন্য চেষ্টা) - We are so busy during the tourist season I can barely keep my head above water. 8. Neck and neck (সমানে সমান) - Adiba and Samina are neck and neck in the competition. Either of them could win the prize. 9. Take a rain check (কোন অনুরোধ বা আমন্ত্রন পরবর্তী সময়ের জন্য গ্রহণ করা) - Sorry, I can't go to the movies today, but I'd love to take a rain check. 10. Shot in the dark (আন্দাজে ঢিল ছোঁড়া) - I was lucky to win the quiz. All my answers were shots in the dark. Quote on life: The difference between a successful person and others is not lack of strength not a lack of knowledge but rather a lack of will.- Vince Lombardi প্রিয় পাঠক, ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে।
×