ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউপি নির্বাচন সুষ্ঠু করতে সব ব্যবস্থা নিয়েছে কমিশন ॥ জাবেদ আলী

প্রকাশিত: ০৭:৫০, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

ইউপি নির্বাচন সুষ্ঠু করতে সব ব্যবস্থা নিয়েছে কমিশন ॥ জাবেদ আলী

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) মোঃ জাবেদ আলী বলেছেন, ইউপি নির্বাচন সুষ্ঠু করতে কমিশন সব ব্যবস্থা গ্রহণ করেছে। সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর যত রকম সাপোর্ট প্রয়োজন, তা নিশ্চিত করবে নির্বাচন কমিশন। তবে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সম্ভব নয়। নির্বাচনে স্বতঃস্ফূত অংশগ্রহণের পাশাপাশি সহযোগিতা প্রয়োজন জনপ্রতিনিধি ও জনসাধারণের। সোমবার বিকেলে জেলা প্রশাসকের সভাকক্ষে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, ঢাকা বিভাগের আঞ্চলিক নির্বাচন অফিসার মিহির সারোয়ার মোর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হারুন-অর-রশীদ, এডিএম একেএম শওকত আলম মজুমদার, জেলা নির্বাচন ফয়সাল কাদের ও উপজেলা চেয়ারম্যান আলহাজ মমিন আলী প্রমুখ।
×