ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পূর্ণাঙ্গ রায় প্রকাশ

গ্যাটকো মামলায় খালেদাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে

প্রকাশিত: ০৭:৫৫, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

গ্যাটকো মামলায় খালেদাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের গ্যাটকো মামলা বাতিল প্রশ্নে জারি করা রুল খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। এর ফলে এ মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হচ্ছে বিএনপি চেয়ারপার্সনকে। সোমবার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় বলে জনকণ্ঠকে জানিয়েছেন মামলাকারী কর্তৃপক্ষ দুর্নীতি দমন কমিশনের কৌঁসুলি খুরশীদ আলম খান। তিনি বলেন, ‘এখন পূর্ণাঙ্গ রায় বিচারিক আদালতে যাবে। বিচারিক আদালতে পৌঁছার দুই মাসের মধ্যে খালেদা জিয়াকে আত্মসমর্পণ করতে হবে।’ এছাড়া আদালত বেশকিছু পর্যবেক্ষণ দিয়েছেন। পর্যবেক্ষণগুলোর মধ্যে রয়েছেÑ দুদকের অনুসন্ধান ও তদন্ত বৈধ, দুদকের অনুমোদন বৈধ, প্রধানমন্ত্রী কার্যকলাপের ক্ষেত্রে যদি দুর্নীতি পায় তা অনুসন্ধানের ক্ষমতা রাখে দুদক, রিট জুরিকডিকশনে ফৌজদারি মামলা চলবে না। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাটি বাতিলে প্রধান আসামি খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে গত বছরের ৫ আগস্ট সংক্ষিপ্ত এ রায়টি দেয়া হয়। সোমবার ৫৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন রায় প্রদানকারী বিচারপতি মোঃ নূরুজ্জামান ও বিচারপতি আব্দুর রবের হাইকোর্ট বেঞ্চ। এদিকে খালেদার কৌঁসুলি রাগীব রউফ চৌধুরী বলেন, তারা এখনও রায়ের অনুলিপি পাননি। পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর আপীল বিভাগে যাবেন বলে আগেই জানিয়েছিলেন বিএনপি চেয়ারপার্সনের প্রধান কৌঁসুলি খন্দকার মাহবুব হোসেন। জরুরী অবস্থার সময় দুদকের করা এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদার রিট আবেদনে সাত বছর আগে স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট। সে সময় জারি করা রুল খারিজ করেই গত ৫ আগস্ট রায় দেন বিচারপতি মোঃ নূরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের বেঞ্চ। অভিযোগপত্র দাখিলের পর মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালতে অভিযোগ গঠন পর্যায়ে রয়েছে। এর ফলে খালেদার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলার বিচার চলতে আর কোন আইনগত বাধা দেখছেন না দুদকের কৌঁসুলিরা।
×